তিলোত্তমা ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাজধানীজুড়ে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হয়ার সম্ভাবনাও রয়েছে। আজ শনিবার (২২ মার্চ) ঢাকা ও পাশের এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হতে পারে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আরও পড়ুন দুপুরের মধ্যে আঘাত হানবে কালবৈশাখী ঝড় ২২ মার্চ, ২০২৫ এ দিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি...
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
অনলাইন ডেস্ক

মোহাম্মদপুরে চাঁদাবাজি, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ফারুক
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা হাউজিং এলাকায় চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর অভিযানে ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীয়রা জানান, ফারুক তার দলবল নিয়ে চাঁদাবাজি করছিল, এ সময় এলাকাবাসী সেনাবাহিনীকে বিষয়টি জানালে দ্রুত অভিযান চালানো হয়। পালানোর চেষ্টার পরও ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী। পুলিশ জানায়, ফারুক দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করত। মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে একটি চাঁদাবাজির মামলা রয়েছে। বসিলা এলাকায় ব্যবসা, ফ্ল্যাট কেনাবেচা বা দোকান ভাড়া নিতেও তাকে চাঁদা দিতে হতো। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, চাঁদাবাজ চক্রের মূল হোতাকে...
মিরপুরে নিহত এক দর্জি
অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় মো. সেলিম (৩৫) নামে এক দর্জিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একটি এমব্রয়ডারি দোকানে টেইলার মাস্টার হিসেবে কাজ করতেন। আজশুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. বুলু জানান, আজ রাতে আমার ভাই এমব্রয়ডারি দোকানের কাজ শেষে মিরপুর-১১ নম্বরের রাস্তা দিয়ে বাসায় ফিরছিলো। এসময় পথে ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আমার ভাইকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আরও পড়ুন স্বামীর কল রিসিভ না করা কাল হলো স্ত্রীর জন্য! ১৫ মার্চ, ২০২৫ পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর...
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল, ৩ জনকে গণপিটুনি
অনলাইন ডেস্ক

ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল চলাকালে তিনজনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর সড়কে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়। স্লোগান দেওয়ার একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)-কে আটক করে গণপিটুনি দেয় এবং পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শামিম রেজা বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আওয়ামী লীগের ২০-৩০ জনের একটা মিছিল ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপির লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর