ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দুই নারীসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সিংনগর হালদার পাড়া গ্রামের বাঁশ ঝাড়ের এবং বাঘাডাংগা গ্রামের বাজারপাড়া কাঁচা রাস্তায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫জনকে আটক করে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ৫৮বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। News24d.tv/তৌহিদ
সীমান্তে ফেন্সিডিল ও দুই নারীসহ ৫ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি

এক ভোল মাছের দাম ৩ লাখ ৫০ হাজার
বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে একটি ভোল মাছ বিক্রি হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকায়। বঙ্গোপসাগরে জেলেদেও জালে ধরা পরা এই মাছটির ওজন ৩৪ কেজি। মাছটি ক্রয় করেছেন পাথরঘাটার স্থানীয় পাইকার মো. হানিফ মিয়া। আজ মঙ্গলবার (২৫শে মার্চ) সকালে দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা (বিএফডিসি)র মৎস্যঘাটে মৎস্য ব্যবসায়ী আলম মিয়া মাছটি বিক্রি করেন। এর আগে ২০শে মার্চ পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির এর মালিকানাধীন এফবি সাইফ-২ ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এফবি সাইফ-২ ট্রলারের মাঝি জামাল বলেন, গত বৃহস্পতিবার ট্রলারে বাজার সদাই করে ১৫ জন স্টাফ নিয়ে মাছ শিকারের জন্য সাগরে যাই। সাগরে গিয়ে প্রথমে দুই-তিন দিন জাল ফেললে দুই একটি ছোট ও মাঝারি আকৃতির মাছ পেলেও বড় আকৃতির কোন মাছ জালে দেখা মেলেনি। রোববার পুনরায় আবার সাগরে জাল ফেললে...
সেহরি খেয়ে বের হতেই গুলি...
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাগাডাঙ্গা গ্রামের মুদি দোকানদার মতিয়ার রহমান (৫০) মঙ্গলবার ভোরে মসজিদে নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হতেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মতিয়ার রহমান বাগাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার আজিজুর রহমান বটুর ছেলে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, মাঝের পাড়ার মতিয়ার রহমান মুদি ব্যবসায়ী ভোর রাতে সেহরি খেয়ে মসজিদে নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়া মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। ২টি গুলির মধ্যে ১টি গুলি তার হাঁটুর নিচে লাগে। তিনি আরও জানান ২০২৪ সালের ১৭ জানুয়ারি সোনা চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের শামীম ও মন্টুকে গুলি করে হত্যা করে ভারতে পালিয়ে যায় সোনা চোরাচালানী...
একদল পরিশ্রমী নারী শ্রমিকের জীবন সংগ্রামের গল্প
নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে সন্ধ্যার পর তৈরি হয় এক অস্থায়ী বসতি। দিনভর মাঠে রসুন তোলার পর ক্লান্ত নারী শ্রমিকরা এখানে জড়ো হন। রান্নার আয়োজন করে একসঙ্গে খাওয়া-দাওয়া সারেন এবং খোলা আকাশের নিচেই রাত কাটান তারা। উপজেলার কাছিকাটা ও হাঁসমারী এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে প্রতিদিন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মহাসড়কের পাশে শুরু হয় এক ভিন্ন কর্মযজ্ঞ। সারি সারি চুলায় জ্বলে আগুন, ধোঁয়ার কুন্ডুলি উঠতে থাকে আকাশে। দূর থেকে দেখলে মনে হবে, কোনো উৎসবের প্রস্তুতি চলছে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন, এটি একদল পরিশ্রমী নারী শ্রমিকের দৈনন্দিন সংগ্রামের গল্প। স্থানীয়রা জানান, এই নারী শ্রমিকরা মূলত তাড়াশ, চাটমোহর ও পাবনার বিভিন্ন অঞ্চল থেকে আসেন মৌসুমি শ্রমিক হিসেবে। দিনে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা মাঠে কাজ করার পর তারা ফিরে আসেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর