রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বেলপুকুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর সদর থানার চাঁদপুর বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) ও একই এলাকার সোলাইমানের ছেলে জহুরুল (৩৫)। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিজানুর ও জহুরুলের মৃত্যু হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপেক্স বেলপুকুর রেলগেট...
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক

সৎ মানুষকে জনপ্রতিনিধি নির্বাচিত করার আহ্বান ধর্ম উপদেষ্টার
অনলাইন ডেস্ক

দেশকে উন্নত করতে আগামী দিনে সৎ মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদের প্রত্যাখ্যান করতে হবে। বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খালিদ হোসেন বলেন, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূখণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাঁটি হাঁটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের কিছু ভুলভ্রান্তি...
বাড়ির পাশের সড়কে খেলছিল শিশু, ট্রাক্টরের চাপায় গেল প্রাণ
শরীয়তপুর প্রতিনিধি

বাড়ির পাশের সড়কে খেলছিল শিশু, ট্রাক্টরের চাপায় গেল প্রাণ শরীয়তপুরের নড়িয়ায় মাহিন্দ্রা ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে ইমন আকন নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে।নিহত ইমন ওই এলাকার ধলু আকনের ছেলে। আজ বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার নশাসন ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইমন নামের ওই শিশু বাড়ির পাশের গ্রামীণ সড়কে খেলছিল। এ সময় সে সড়কের মাঝখানে চলে আসলে দ্রুত গতির একটি মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে মাহিন্দ্রা ট্রাক্টরের চালক গাড়িটি রেখেই পালিয়ে যায়। এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করেছে। চালককে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।...
কালীগঞ্জে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় খোকন তরফদার (৫৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তারফদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, খোকন তরফদার সকালে বাইসাইকেল যোগে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর