দক্ষিণ ভারতের দুই তারকা বিনয় গৌড়া ও রাজত কিষাণকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। ভারতীয় ন্যায় সহিংসতা (বিএনএস) এর অস্ত্র আইন ১৯৫৯-এর ধারায় তাদের গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এর আগে বিনয় গৌড়া ও রজত কিষাণ একটি রিল তৈরি করেন। যেখানে বিনয় গৌড়াকে একটি বড় ছুরি হাতে এবং দর্শনের স্টাইলে ধীর গতিতে হাঁটতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এফআইআর দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, রিলের জন্য প্রকাশ্যে চাপাতি প্রদর্শন এবং ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছেন বিনয় গৌড়া ও রাজত কিষাণ। রিলগুলো বুজ্জি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেয়া হয়েছে। এ ভিডিও চোখে পড়তেই বিনয় গৌড়া ও রাজত কিষাণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রকাশ্যে এভাবে...
রিল বানিয়ে গ্রেপ্তার দুই অভিনেতা
অনলাইন ডেস্ক

সন্জীদা খাতুন আর নেই
অনলাইন ডেস্ক

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সন্জীদা খাতুনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ ও ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। সন্জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। সন্জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি। সন্জীদা খাতুনের প্রথম...
বলিউড ছাড়ছেন সানি দেওল
অনলাইন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা সানি দেওলের বলিউডে ৪২ বছরের ক্যারিয়ার। ১৯৮৩ সালে বেতাব ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয় তার। ইন্ডাস্ট্রিতে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন অভিনেতা। কিন্তু এবার তিনি বলিউড ত্যাগ করতে চাইছেন। সোমবার প্রকাশ্যে এসেছে সানির নতুন ছবি জাট-এ ঝলক। অনুরাগীরা অভিনেতার এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি কিন্তু বলিউডে নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে। সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা। অভিনেতা বলেন, আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি। গদর অভিনেতা আরও জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি একপ্রস্থ কথা বলেছেন। অভিনেতার কথায়, হয়তো আমি আগামী...
ফের মা হলেন এমি জ্যাকসন, পুত্রের কী নাম রাখলেন অভিনেত্রী?
অনলাইন ডেস্ক

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী ও মডেল এমি জ্যাকসন। সোশ্যাল মিডিয়ায় তার পুত্রের চেহারার ঝলকও ভাগ করেছেন দম্পতি। তোয়ালের মধ্যে মুড়ে একরত্তিকে কোলে নিয়ে ছবিও ভাগ করেছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক। এমি জ্যাকসন তাঁর সঙ্গী এড ওয়েস্টউইকের সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন। পোস্টে অভিনন্দনে ভরিয়েছেন তাঁর বহু অনুরাগী। অক্ষয় কুমারের সঙ্গে সিং ইজ ব্লিং, রজনীকান্তের সঙ্গে ২.০, প্রতীক বব্বরের সঙ্গে এক দিওয়ানা থার মতো ছবিতে কাজ করেছেন এমি। প্রতীকের সঙ্গে বলিউডে অভিনেয় করার পর এমির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রটেছিল। এমি ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মুম্বাইয়ে ছিলেন। কিন্তু তারপর তিনি লন্ডন চলে যান। অভিনেত্রীর হোটেল ব্যবসায়ী জর্জ পানাইওটোর সঙ্গে একটা সময় সম্পর্কে ছিলেন। ২০১৯ সালের জানুয়ারিতে জাম্বিয়ায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর