ঈদের পর সংসদ নির্বাচনের নিদিষ্ট তারিখ ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মনোহরদী-বেলাবো আসনের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার (৩০ মার্চ) বিকেলে নরসিংদীর মনোহরদীর হাফিসপুর স্কুল মাঠে কুয়েত প্রবাসী সরদার বকুল সাপোটার্স ফোরামের আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় সরদার সাখাওয়াত হোসেন বলেন, ঈদের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংসদ নির্বাচনের নিদিষ্ট দিন তারিখের ঘোষণা চাই, না হলে আমরা চরম ভাবে আবারও কঠোর আন্দোলনের মাধ্যমে দিন তারিখ আদায় করে নিবো এবং নির্বাচনের দিকে এগিয়ে যাবো। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে শুরু করে সকল পর্যায়ে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার...
'ঈদের পর সংসদ নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি'
মো. হৃদয় খান, নরসিংদী

আওয়ামী লীগকে আল্লাহ অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই: শাকিল উজ্জামান
টাঙ্গাইল প্রতিনিধি

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেছেন, অতীতে গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কার্যক্রমে হামলা করা হয়েছে। একটা কথা আছে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আল্লাহ তাআলা অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে হেমনগর এলাকায় ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাকিল উজ্জামান বলেন, আমি যখন কারাগারে ছিলাম আপনারা এলাকাবাসী আমার মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এখন আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত ঈদ উদযাপন করব। আরও পড়ুন আওয়ামী লীগকে আল্লাহ অনেক...
চাঁদরাতে খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত শাওন
নিজস্ব প্রতিবেদক

চাঁদরাতে খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শাওন নামে এক যুবক আহত হয়েছেন। আজ রোববার (৩০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ সড়কের বরফ কলের সামনে এই ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন আশঙ্কামুক্ত বলেও জানা গেছে। শাওন নতুন বাজার লঞ্চ ঘাটের পাশে তরিক গলির বাসিন্দা মো. শুকুর আলীর ছেলে। এদিকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শাওন বাবার মাছ ব্যবসা দেখাশুনা করেন। রাত পৌনে ৮টার দিকে ওই যুবক বাড়ির পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিন মোটরসাইকেলে করে ছয় যুবক তাকে গুলি করে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান হাতে বিদ্ধ হয়। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে খুলনা থানার ওসি হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম বলেন, শাওনকে...
নারীদের ‘গর্ভফুল’ পাচারচক্রের ৩ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় হিমায়িত ও প্যাকেটজাত করে মানব দেহের অঙ্গপ্রত্যঙ্গের অংশ বিশেষ (নারীদের গর্ভফুল) পাচারচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এই ঘটনায় শুক্রবার (২৯ মার্চ) রাতে ভালুকা মডেল থানায় মামলা জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. নজরুল ইসলাম। এর আগে পৌর এলাকার এআর ফিলিং স্টেশনের বিপরিত পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন দেওয়ানগঞ্জের চর কালিকাপুরের মো. হযরত আলী ছেলে মো. আলমগীর (৩৫), ময়মনসিংহ ধোবাউড়া মান্দারতলীর গিলবার্ট চিচাংয়ের ছেলে উর্গম মানকিন (২২), মানিকগঞ্জ হাপানিয়া গ্রামের মো. হাবিব শেখের চেলে মো. নাহিদ শেখ (২৪)। মামলা ও থানা সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে নারীদের গর্ভফুল অবৈধভাবে বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। বুধবার গর্ভফুল হিমায়িত ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর