অন্ধ্র প্রদেশ সরকার ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদ-উল-ফিতরের পরবর্তী দিন হিসেবে ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। সোমবার প্রধান সচিব কে বিজয়ানন্দ সরকারী আদেশ নম্বর ৬৩৭ মাধ্যমে এই ঘোষণা করেন। রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, ঈদ-উল-ফিতরের পরদিন ১ এপ্রিল ঐচ্ছিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি রমজান মাসের সমাপ্তি ও ঈদ-উল-ফিতরের উদযাপনকে কেন্দ্র করে রাজ্য সরকারের এই পদক্ষেপ। ঈদ-উল-ফিতরের আনন্দ উদযাপন দেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ ও ঐক্যবদ্ধতার সাথে শুরু হয়েছে। পরিবারের সদস্যরা এবং সম্প্রদায় একত্রিত হয়ে রমজান মাসের পরিসমাপ্তি উদযাপন করছেন। এএনআই জানিয়েছে, বিভিন্ন শহর যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, এবং কলকাতা, সেজে ওঠা রাস্তা এবং বাড়ির সাজসজ্জা, নতুন পোশাক, হাসিমুখে আনন্দে উদযাপন করা হচ্ছে। এছাড়াও বিরিয়ানি, কাবাব, সেমাই, ক্ষীর,...
অন্ধ্র প্রদেশে ঈদের পরদিন ঐচ্ছিক ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক

ট্রাম্পের অনবরত বোমা হামলার হুমকি, ইরান বললো ‘ক্ষেপণাস্ত্র প্রস্তুত’
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সামরিক বাহিনী বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে, যা বিশ্বের যেকোনো যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত অবস্থানে আঘাত হানতে সক্ষম। আজ সোমবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে, যা প্রয়োজন হলে বিশ্বব্যাপী মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আরও পড়ুন চুক্তি না করলে এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি ৩১ মার্চ, ২০২৫ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই উৎক্ষেপণ-প্রস্তুত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে সংরক্ষিত, যা মার্কিন...
‘চুক্তি না করলে এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি’
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না আসে, তবে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত সপ্তাহে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রোববার (৩১ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে বোমাবর্ষণ করা হবে। এবার এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা চুক্তিতে না আসে, তাহলে আমি চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব।...
মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪ জন
অনলাইন ডেস্ক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনের তথ্য বলছে, দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, নিখোঁজ রয়েছেন ৩০০ জনের বেশি। উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে পর্যাপ্ত সরঞ্জামের অভাবে। বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি তীব্র গরমে দুর্গতদের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। আফটারশকের আতঙ্কে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তার হাত বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে ২০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর