১৬ বছরের ফ্যাসিবাদীআগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই৷ যারা তাদের এমন পরিণতি দান করেছে তাদের বিচার হবেই।
আজ সোমবার (৩১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতার দাবি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ সৃষ্টি হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো৷ এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে সাংবাদিকেরা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে৷ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর।