পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম। আজ সোমবার (৩১ মার্চ) সকাল ১১টায় তারা পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যদের খাবারের মেস পরিদর্শন করেন এবং তাদের সেবা ও সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে ঈদ উপলক্ষে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসময়, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ...
রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি

জাতীয় ঈদগাহে অভূতপূর্ব দৃশ্য

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সর্বস্তরের মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও তার সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দেখা যায়, অভূতপূর্ব সব দৃশ্য। নামাজের পর প্রধান উপদেষ্টা সাধারণ মানুষদের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি হাতও মেলান। প্রধান উপদেষ্টার সঙ্গে করমর্দন করতে জনসাধারণের মধ্যে উচ্ছ্বাসও ছিল দেখার মতো। ঈদের নামাজ শেষে ড. ইউনূস উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য প্রার্থনা করেন। ঈদগাহ ময়দান মুখরিত হয় শুভেচ্ছা ও আনন্দের আবহে। নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা দেশের উন্নতি ও শান্তি কামনা করেন। ঈদের এই শুভক্ষণে সবার মধ্যেই ছিল উৎসাহ ও উদ্দীপনার ছোঁয়া। উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর...
ঈদে কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার
নিজস্ব প্রতিবেদক

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের দিনে কারাগারে থাকা সাধারণ বন্দিদের সঙ্গে ডিভিশন পাওয়া বন্দিদের একই ধরনের খাবার দেওয়া হবে। এই দিন সকালের খাবারে থাকছে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরে পোলাও বা খিচুড়ি, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি ও পান। আর রাতে দেওয়া হবে ভাত, আলুর দম ও ডিম। জানা গেছে, ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, শীর্ষস্থানীয় নেতা ও কর্মকর্তাদের মধ্যে ১৩১ জন কারাগারে আছেন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ১০৮ জন, যাদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ২৯ জন; সাবেক সংসদ সদস্য ২২ জন; সরকারি কর্মকর্তা ৪৪ জন এবং অন্যান্য পেশার ১৩ জন। ডিভিশন পাননি ভিআইপি হিসেবে কারাগারে থাকা ২৩ জন। কারা কর্তৃপক্ষ বলছে, পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ বন্দিদের মতোই কারাগারে থাকা...
আগামীতে আরও বড় পরিসরে ঈদ উৎসব করার ঘোষণা আসিফ মাহমুদের
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী বছর থেকে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে। আজ সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এতো আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য, তা আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব। তিনি আরও বলেন, ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করবো, ঈদ মিছিল করবো। একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেবো। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করবো।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর