ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনগোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০), এবং উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়...
সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
অনলাইন ডেস্ক

৪তলা ভবন থেকে লাফ দিল কিশোর গ্যাং প্রধান, কিন্তু কেন?
নিজস্ব প্রতিবেদক

রাজধানী পল্লবীর কিশোর গ্যাং প্রধান আশিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পালাতে গিয়ে আহত হওয়ায় আশিক জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার এড়াতে ভবনের চারতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে আশিক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। news24bd.tv/NS
অবিলম্বে একটি পানি কমিশন গঠন করতে হবে: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক

নদীমাতৃক দেশের সম্পদ পানি। পানি আমাদের অর্থনৈতিক বিকাশের ভিত্তি। ফলে বাংলাদেশে আগামী উন্নয়নের যে নীতি, সে উন্নয়নের নীতিরও গোড়াতে (মূলে) থাকবে পানি। বাংলাদেশ মাত্রই এটা পানিভিত্তিক সংস্কৃতি, নদীভিত্তিক সংস্কৃতি ফলে পানি আমাদের জীবন রক্ষা করে, প্রতিটি জীবের প্রাণ রক্ষা করে। এই নীতির ভিত্তিতে তাকে (প্রধান উপদেষ্টাকে) অবিলম্বে একটি পানি কমিশন গঠন করতে হবে এবং জনগণকে সুপেয় পানির নিশ্চয়তা বিধান করতে হবে। এখানে তালবাহানা করবার কোনো সুযোগ নেই। আজ শুক্রবার (২৫ এপ্রিল) প্রেসক্লাবের সামনে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের যৌথ আয়োজনে শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন এবং গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ...
ধানমন্ডিতে ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ডিএসসিসির মশক নিধন অভিযান
নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রায় ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবীর সমন্বয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ধানমন্ডি আবাসিক এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ধানমন্ডি সোসাইটি এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এ পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৪৫০ জন পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের ৫০ জন মশককর্মী, রেডক্রিসেন্ট সোসাইটির ১০০ জন স্বেচ্ছাসেবক, বিডি ক্লিনের ৫০ জন এবং ধানমন্ডি সোসাইটির ৫০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর