রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান তিনি। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ইতালির উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হতে চলেছে আগামীকাল শনিবার সেন্ট...
পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
অনলাইন ডেস্ক

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রেস বিজ্ঞপ্তি

দীর্ঘ নয় বছর পর ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।আজ শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার অফিসার্স ক্লাবে এক জরুরি সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। যাতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মানসুর আলী, ডিসিটি ট্যাক্স ক্যাডার এবং সদস্য হিসাবে আবিদুর রহমান, সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব এবং রাসেল মনির অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের...
ঈদুল আজহায় ৫০ শতাংশ বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
অনলাইন ডেস্ক

আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর এসেছে। সরকার এবার উৎসব ভাতা হিসেবে তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার তারা ৫০ শতাংশ হারে ভাতা পাবেন, যা তাদের জন্য বড় আর্থিক সহায়তা হতে পারে। এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের উপর বাড়তি ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা। সম্প্রতি বাজেট মনিটরিং ও সম্পদ কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয় এবং অর্থ বিভাগের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সূত্র জানিয়েছে, আগামী ঈদুল আজহা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। শিক্ষা...
নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ
অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, আগামী সপ্তাহে ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আসিফ মাহমুদের ভর্তির অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর