মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (০৪ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী উপজেলা শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গাংনী থানা পুলিশের তদন্ত অফিসার আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধা ঘণ্টাব্যাপী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় এম এ খালেকের বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানা যায়নি। এম এ খালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস হাজত বাসের পর জামিনে ছাড়া পেয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।...
মেহেরপুর জেলা আ.লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

জুস খাইয়ে সর্বনাশ, বিচার চাইলেন প্রেমিকা
অনলাইন ডেস্ক

যশোরে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাজ নামে এক যুবকের বিরুদ্ধে। ঈদের দিন (৩১ মার্চ) যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন প্রেমিকা। তিনি, এই ঘটনারউপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। আসামিরা হলেন যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজ ও তার বন্ধু শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে আনন্দ। মামলায় ওই নারী উল্লেখ করেছেন, তাজের সঙ্গে তার তিন বছরের প্রেমের সম্পর্ক। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে বের হতে বলেন তাজ। তিনি বের হলে কৌশলে বেজপাড়া বুনোপাড়ার একটি তিনতলা ফ্লাটে নিয়ে যায় তাকে। সেখানে যেয়ে দেখেন আনন্দ ফ্লাটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এসময় তাকে একটি জুস খেতে বলেন তাজ। সে জুস...
নানাবাড়ি গিয়ে নদীতে গোসল, এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে ডুবে নিখোঁজের পর রাহিত নামে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি। শুক্রবার বিকেলে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের পিচুরিয়াপাড়া নির্মানধীন সেতুর নিচে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে। মৃত রাহিত টাঙ্গাইল সৃষ্টি স্কুলের এবার এসএসসি পরীক্ষার্থী। সে কালিহাতীর ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম শোনা মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাহিত নানার বাড়ি উপজেলা জোকারচর বেড়াতে আসে। দুপুর দুইটার দিকে সে লৌহজং নদীতে আরও কয়েকজন কিশোর সঙ্গে গোসল করতে যায়। এ সময় নদীতে পড়ে পানির স্রোতের সঙ্গে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায় রাহিত। এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে...
বিএনপির প্রয়াত নেতা বাচ্চু মিয়ার বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক

নরসিংদীর রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতিপ্রয়াত বাচ্চু মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে প্রয়াত বাচ্চু মিয়ার বাড়িতে চর আড়ালিয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতি প্রয়াত বাচ্চু মিয়ার ছেলে মামুনুর রশীদ মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামানের নির্দেশে একই এলাকার মনির মিয়ার ছেলে মো. মোর্শেদ মিয়া, বাঘাইকান্দি এলাকার মৃত কেরামত আলীর ছেলে কেবল মিয়া ওরফে কেবল ডাকাত, বদর মিয়ার ছেলে মো. জিন্নাহ মিয়া, লাল মিয়ার ছেলে ফখরুদ্দিন সহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জন গত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর