ভেঙেছে দুই বিয়ে, বর্তমানে আমির খানের নতুন প্রেম নিয়ে শুরু হয়েছে চর্চা। চলতি বছরে জন্মদিনে নতুন বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন অভিনেতা। তার গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি কোনও আপত্তি জানাননি পরিবারের কোনও সদস্য, এমনকি সাবেক স্ত্রীরাও সাদরে গ্রহণ করেছেন গৌরীকে। রোববার সাবেক (প্রথম) স্ত্রী রিনার বাড়িতে একসঙ্গে দেখা গেল আমির ও গৌরীকে, সঙ্গে ছিলেন বড় ছেলে (রীনা ও আমিরের ছেলে) জুনায়েদও। নিমেষে সেই মুহূর্তটি পাপারাৎজিরা লেন্সবন্দি করেন। ভিডিও-য় আমিরের পরনে দেখা যায়, নীল-সাদা পোশাক পরেছিলেন। অন্যদিকে, গৌরী পরেছিলেন গোলাপি-সাদা কুর্তার সেট। জানা যায় এই দিনটা রিনার বাড়িতেই একসঙ্গে কাটিয়েছেন আমির-গৌরী। তবে আমির খান ও গৌরীর এই ভিডিওটি সামনে আসার সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে ট্রোল শুরু হয়। ছেলে জুনায়েদের সঙ্গে আমির ও গৌরীকে দেখে বেশ...
প্রেমিকাকে নিয়ে সাবেক স্ত্রী রিনার বাড়িতে আমির, খোঁচা নেটিজেনদের
অনলাইন ডেস্ক

৫৯-এ ও ‘তরুণ’ শাহরুখ, কী সেই রহস্য ফাঁস করলেন অভিনেতা
অনলাইন ডেস্ক

বয়স ৫০ পেরিয়ে পাঠান, জওয়ান বা ডানকি এর মতো বলিউডে হিট সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। বর্তমানে বয়স তার মাত্র ৫৯! কিন্তু এখনও তার ফিটনেস লজ্জায় ফেলে দেবে হাঁটুর বয়সিদের। কিন্তু কী সেই রহস্য? সেটা কিং খান ফাঁস করে দিয়েছেন। তবে এখন নয়, আট বছর আগেই তিনি মুখ খুলেছিলেন বিষয়টি নিয়ে। ফের সোশাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে সেই ক্লিপ। ঠিক কী বলেছিলেন শাহরুখ? তাকে সেই ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, আমি সারাদিনে দুবারই ভারী খাবার খাই- লাঞ্চ আর ডিনারে। এর বাইরে স্ন্যাক বা অন্য কিছু যখন তখন খাওয়ার অভ্যাস আমার নেই। খুব মুখরোচক খাবার দাবারেও রুচি নেই আমার। সাধারণত আমি খাই অঙ্কুরিত ছোলা-মটর, গ্রিলড চিকেন, ব্রকোলি। আর অল্পস্বল্প ডালও। বহু বছর ধরেই এসব খেয়ে আসছি আমি। তবে কারও বাড়ি গেলে কিংবা বিমানে চড়ার সময় খাওয়া দাওয়া নিয়ে কোনও বিধিনিষেধ মেনে চলেন না শাহরুখ। তার কথায়, যখন...
সুকেশ ও জ্যাকলিনের প্রেম কাহিনী এবার পর্দায়!
অনলাইন ডেস্ক

সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি। পাঠান দামি উপহারও। জন্মদিন হোক বা প্রেম দিবসে, প্রেমিকাকে কখনও বুঝতে দেন না যে তিনি কাছে নেই। তাদের এই প্রেম সব সময় বলিউডের হট টপিক। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার নাকি সুকেশ ও জ্যাকলিনের প্রেম উঠে আসবে পর্দায়। এই খবর ২০২১ সালে সুকেশই প্রথম জানিয়েছিলেন। তবে সেই সময় এই কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জ্যাকলিন। বলিপাড়ার অন্দরের খবর, সুকেশ ও জ্যাকলিনের প্রেমকাহিনি নির্ভর তথ্যচিত্রের প্রস্তাব গেছে অভিনেত্রীর কাছে। কারণ, জ্যাকলিন ছাড়া এই গল্পের মাত্রা উন্নত হবে না বলে মনে করছেন নির্মাতারা। যদিও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে এখনও সাড়া দেননি অভিনেত্রী। তবে মনে করা হচ্ছে, ইতিবাচক দিকেই...
যে কারণে ভেঙেছিল অক্ষয়-প্রিয়াংকার জুটি
অনলাইন ডেস্ক

আন্দাজ, মুঝসে শাদি করোগি আর এতরাজ-এর মতো বহু হিট বলিউড ছবি উপহার দিয়েছিলেন অক্ষয় কুমার আর প্রিয়াংকা চোপড়া। তারপর হঠাৎই তারা একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন। খবর, স্ত্রী টুইঙ্কলের আপত্তিতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন খিলাড়ি কুমার। বলিউডে নায়ক-নায়িকাদের মধ্যে লিঙ্কআপ কোনও নতুন ঘটনা নয়। একসঙ্গে দু থেকে তিনটির বেশি ছবি করলেই শুরু হয়ে যায় তাদের প্রেম নিয়ে চর্চা। বিশেষ করে সেই সিনেমাগুলিতে যদি থাকে বোল্ড সিন। অক্ষয় কুমার আর প্রিয়াংকা চোপড়ার প্রেমের চর্চা শুরু হয়েছিল ২০০৪-৫ সাল নাগাদ। এমনকী, তারপর থেকে একসঙ্গে কাজ করাও বন্ধ করে দেন তারা। দুইজনের জুটি নিয়ে পরিচালক সুনীল দর্শন একবার বলেছিলেন, অক্ষয়-পত্নী টুইঙ্কই নাকি চাইতেন না তার বর কাজ করুক প্রিয়াংকার সঙ্গে। এমনকী তার ছবি বরসত থেকে নাকি এই কারণেই শেষ মুহূর্তে সরে গিয়েছিলেন খিলাড়ি কুমার। ২০০৫...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর