শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে ইন্টারপোলসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে না পারাতেই টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়েছে। আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে সস্ত্রীক মামলা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। রোববার (৬ এপ্রিল) ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দুদক চেয়ারম্যানসহ কমিশনের সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও জানান, দুর্নীতি মামলার যেসব আসামি দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের ফেরাতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। যারা দুর্নীতি করেছেন তাদের প্রতি...
শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক
নিজস্ব প্রতিবেদক

তিন সচিব পদে রদবদল
প্রেস বিজ্ঞপ্তি

তিন সচিব পদে রদবদল করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক তিন প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে জনপ্রশাসন সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। news24bd.tv/NS
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সুসংবাদ
নিজস্ব প্রতিবেদক

গত কয়েকদিনের তীব্র গরমের পর শনিবার সন্ধ্যার পর রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে আরো বলা হয়েছে, দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল, এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের...
রঙিন ছবি না দিলে হবে না পদোন্নতি
অনলাইন ডেস্ক

সদ্য তোলা রঙিন ছবি না দিলে পদোন্নতি দেওয়া হবে না বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রোববার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত অতি জরুরি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়নে (জিইএমএস) পিডিএস-এর ব্যক্তিগত তথ্য হালনাগাদকরণের ক্ষেত্রে অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরিভিত্তিতে হালনাগাদ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আরও পড়ুন চীনের গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার ০৬ এপ্রিল, ২০২৫ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস-এর তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না। news24bd.tv/কেএইচআর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর