অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল। প্রতিদিন লম্বা হচ্ছে লাশের মিছিল। যাদের অধিকাংশই শিশু ও নারী। বর্বর ইসরায়েলের এই চরম মানবতাবিরধী কর্মকাণ্ডের প্রতিবাদে সধারণ মানুষ প্রতিবাদ জানালেও বিশ্বনেতৃত্ব নিশ্চুপ। যেন এই ধংসযজ্ঞে তারা মৌন সমর্থনই দিচ্ছেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে সৃষ্টিকর্তার সাহায্য চাইলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। রোববার (৬ এপ্রিল) রাতে ফেসবুক পোস্টে রিয়াদ লিখেছেন, আল্লাহ, সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। ইয়া কারিম, ইয়া রাহমানুর রহিম দয়া করে সাহায্য করুন। আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে রক্ষা করুন। দয়া করে রক্ষা করুন এবং তাদেরকে (ফিলিস্তিনিদের) বিজয়ী বানান। আমিন। এরকমটা (ইসরাইলের আগ্রাসন) সহ্য করা যায় না। দয়া করে আল্লাহ তাদের বাঁচান। এদিকে, গাজাবাসীর কষ্টে মন...
‘আল্লাহ দয়া করে রক্ষা করুন, তাদেরকে বিজয়ী বানান’
অনলাইন ডেস্ক

জাতীয় স্টেডিয়ামে হামজার অভিষেক নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
অনলাইন ডেস্ক

দেশের জার্সিতে হামজা দেওয়ানে চৌধুরীর আন্তর্জাতিক অভিষেক হয়েছে গত মাসে ভারতের মাটিতে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমে নজর কাড়েন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও, এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু। জাতীয় স্টেডিয়াম এখনো পুরোপুরি প্রস্তুত নয়। তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তুলতে শেষ ধাপে রয়েছে সংস্কার কাজ। রোববার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনো বড় প্রতিবন্ধকতা দেখছেন না তিনি। তিনি বলেন, মাঠের কাজ প্রায় শেষ।...
সাকিবের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরেন দুদক চেয়ারম্যান। এ সময় সাংবাদিকরা জানান, ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এর জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের আশঙ্কা সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন। এমন আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পরে বোঝা যাবে। প্রসঙ্গত, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১৮ সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের চুক্তি হয়েছিল। এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক। বিভিন্ন...
প্রতিপক্ষ কোচের নাক চেপে ৩ ম্যাচ নিষিদ্ধ হলো যার
অনলাইন ডেস্ক

বিতর্ক যেন সবসময়ই হোসে মরিনহোর নিত্যসঙ্গী। একের পর এক কাণ্ড ঘটিয়ে নিয়মিতই শিরোনামে উঠে আসেন এই আলোচিত পর্তুগিজ কোচ। এবার তুর্কি কাপের কোয়ার্টার ফাইনাল শেষে প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক চেপে ধরার ঘটনায় বড় শাস্তির মুখোমুখি হলেন তিনি। তুর্কি ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, গালাতাসারাই কোচের সঙ্গে অশোভন আচরণের দায়ে ফেনারবাহচের কোচ হোসে মরিনহোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা চলাকালে তিনি ড্রেসিংরুম ও ডাগআউটে থাকতে পারবেন না। এর পাশাপাশি মরিনহোর বিরুদ্ধে আরোপ করা হয়েছে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার) জরিমানা। ঘটনার সূত্রপাত গত বুধবার, গালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হারে মরিনহোর দল ফেনারবাহচে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে, এমনকি পরিস্থিতি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর