সূর্যোদয়ের পরপরই রাজধানীর ঐতিহাসিক রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। এতে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশ থেকে অশুভ দূর হয়ে গেছে, যেটুকু আছে তাও চলে যাবে। সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে নবর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এসময় নতুন বাংলাদেশের উন্নতি কামনা করেন তিনি। দেশ থেকে জরা-অশুভ দূর হোক এমন কামনার কথাও জানান। তিনি বলেন, দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে। এসময় দেশের উত্তরোত্তর উন্নতির প্রচষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।...
দেশ থেকে অশুভ দূর হয়েছে, যা বাকি তাও যাবে: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
নিজস্ব প্রতিবেদক

নানান আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে শেষ হলো এবারের আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় অংশ নেন ভিন্ন জাতিগোষ্ঠীসহ হাজার হাজার মানুষ। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন নানান বয়সি মানুষ। তবে শুধু দেশের মানুষ নয়, নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরাও।...
আনন্দ শোভাযাত্রায় এসে যে অনুরোধ করলেন সংস্কৃতি উপদেষ্টা
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে আজ সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এসময় তিনি র্যালিতে আগতদের উদ্দেশে বলেন, ভাই আমার একটা অনুরোধ শুনবেন আপনারা কি চান ভিন্ন জাতিগোষ্ঠীকে র্যালিতে রাখি তাহলে একটু পিছনে যান। আজ সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য মিছিল। এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ, যা বাংলাদেশের দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদী শাসনের প্রতীকী চিত্রণ। এর আগে শনিবার (১২ এপ্রিল) ভোরে অজ্ঞাতদুর্বৃত্তরা বাঁশ-কাঠ দিয়ে তৈরি এই মুখোশটি জ্বালিয়ে দিলে দ্রুত...
পাসপোর্টে ফিরলো ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ বাক্যটি
অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকারের নির্দেশনায় আবারও পাসপোর্টে যুক্ত হয়েছে এক্সসেপ্ট ইসরায়েল বা ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ বাক্যটি। এই পরিবর্তনের ফলে বাংলাদেশের কোনো নাগরিক এখন পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না, এমনটা নিশ্চিত করা হলো। ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই বাক্যটি পাসপোর্ট থেকে বাদ দিয়েছিল। তবে চার বছর পর আবারও এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলো অন্তর্বর্তী সরকার। খবরটি প্রথমে প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি, যা পরবর্তীতে তুলে ধরে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসরায়েল একটি সংবেদনশীল ও অস্বীকৃত রাষ্ট্র হিসেবে বিবেচিত। ফলে সরকারের এই সিদ্ধান্ত দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাই বহন করছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানান,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর