অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে পর্দায় আসছেন শরিফুল রাজ। আসছে কোরবানি ঈদে নতুন ছবি ইনসাফ-এ দেখা যাবে দুইজনকে। নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এই ছবি। ১৮ এপ্রিল সন্ধ্যায় সম্পাদনার টেবিল থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করেন নির্মাতা। তাতে দেখা যায়, শরিফুল রাজ খালি গায়ে পেছন ফিরে বসে আছেন। পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক। স্থিরচিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয় এটি। সঞ্জয় বলেন, কোরবানির ঈদে ইনসাফ মুক্তি পাবে। একটি গানের শুটিং বাকি আছে। সেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ জুটির প্রথম চলচ্চিত্র ইনসাফ-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। এই...
একসঙ্গে এবার পর্দা কাঁপাবেন ফারিণ-শরিফুল রাজ
অনলাইন ডেস্ক

আবারও আল্লুর নায়িকা পূজা!
অনলাইন ডেস্ক

দক্ষীণি অভিনেতা আল্লু অর্জুন ও পূজা হেগড়ের রসায়ন দর্শকদের মন কেড়েছিলো। রোমান্টিক কমেডি ঘরানার আলা বৈকুণ্ঠপুরমুলু সিনেমাটি দারুণ ব্যবসাও করেছিলো। পূজা হেগড়ে আবারও আল্লুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে কথা বলেছেন। সম্প্রতি আল্লুর সঙ্গে কাজ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন নয়, যদি ভালো গল্প, চরিত্র এবং উপযুক্ত সুযোগ থাকে, তবে অবশ্যই আবার একসাথে কাজ করতে পারি। বর্তমানে, পূজা হেগড়ে তার আসন্ন তামিল সিনেমা রেট্রো নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি ১ মে মুক্তি পাবে। এছাড়া তিনি থালাপতি বিজয়ের সাথে জানা নায়াগান সিনেমায় কাজ করছেন। যা বিজয়ের শেষ সিনেমা হতে পারে। অন্যদিকে আল্লু অর্জুন তার পরবর্তী সিনেমা এএ২২xএ৬ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি অ্যাটলি পরিচালিত একটি সুপারহিরো থ্রিলার হতে যাচ্ছে।...
‘পুরুষদের ঋতুস্রাব হলে পরমাণু যুদ্ধ লেগে যেত’
অনলাইন ডেস্ক

ঋতুস্রাব বিভিন্ন নারীর শরীরে বিভিন্ন প্রভাব ফেলে। কিন্তু এই যন্ত্রণাকে খানিক ছোট করেই দেখেন পুরুষেরা, মনে করেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঋতুস্রাব নিয়ে আগেও মুখ খুলেছেন অভিনেত্রী। ঋতুস্রাবের সময়ে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তা প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। এবার দাবি করলেন, এই ধরনের যন্ত্রণা পুরুষেরা সহ্য করতে পারতেন না। পুরুষদের ঋতুস্রাব হলে পরমাণু যুদ্ধ লেগে যেত। ঋতুস্রাব যন্ত্রণাকে খানিক ছোট করেই দেখেন পুরুষেরা, মনে করেন জাহ্নবী। কারও সঙ্গে ঝগড়া হলে বা নিজের মতামত স্পষ্ট করে বলতে গেলেই পুরুষেরা প্রশ্ন করেন, এখন কি মাসের সেই সময়টা চলছে? এই প্রসঙ্গে জাহ্নবী বলেন, এই প্রশ্ন বেশির ভাগ ক্ষেত্রে আপনারা সহানুভূতি থেকে করেন না। যদি সত্যিই যন্ত্রণা বুঝে এই প্রশ্ন করে থাকেন, তা হলে আপনাকে স্বাগত। কারণ, এই যন্ত্রণা সত্যিই সাংঘাতিক এবং...
ক্ষমা চেয়ে পরিচালক বললেন, 'বাড়ির মেয়েরা ধর্ষণ-খুনের হুমকি পাচ্ছেন'
অনলাইন ডেস্ক

বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কশ্যপ। শুক্রবার তিনি ব্রাহ্মণদের উদ্দেশে কুকথা বলেছিলেন। এর পরেই নাকি তার বাড়ির মেয়ে, বন্ধু, সহকর্মীরা ধর্ষণ-খুনের হুমকি পেতে থাকেন। বাধ্য হয়ে সুর নরম কশ্যপের। কথায় বলে, হাতের তির আর মুখের কথা ফেরানো যায় না। পরিচালক অনুরাগ কশ্যপও সেটা জানেন। তাই অপ্রাসঙ্গিক কথা বলায় সমাজমাধ্যমে ক্ষমা চাইতে হল তাকে। যদিও পরিচালকের দাবি, তিনি যা বলেছেন সজ্ঞানেই বলেছেন। তাই নিয়ে তার কোনও বিবেকের তাড়না নেই। এবং সেই সমস্ত বলা কথা ফেরাতেও চান না। অনুরাগের মতে, তিনি একটি কথা কেবল বক্তব্যের বাইরে বলেছিলেন। যার জেরে তথাকথিত সংস্কৃতির ধারক-বাহকদের থেকে তার পরিবারের মেয়েরা ধর্ষণের হুমকি পাচ্ছেন, বন্ধু, সহকর্মীরা প্রাণনাশের হুমকি। ওঁদের মুখ চেয়ে তিনি ক্ষমাপ্রার্থী। তার অনুরোধ, আমাকে যত রকমভাবে নিগ্রহ করা যায় করুন। আমার পরিবার- পরিজনের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত