সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে একমাত্র আসামি ভাগ্নে রাজিব কুমার ভৌমিককে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার বিকেলে ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিকের ছেলে। তিনি হত্যাকাণ্ডের শিকার বিকাশ সরকারের আপন ভাগ্নে। মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বলেন, ২০২৪ সালের ২৭ জানুয়ারি টাকা-পয়সা লেনদেনের দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ...
মামা-মামি ও মামাতো বোনকে হত্যার দায়ে ভাগ্নের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি

সদরপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জনমনে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সদরপুরে সরকারি জমিতে নির্মিত অবৈধভাবে গড়ে উঠা মোটর শ্রমিক মালিক সমিতির অফিস, টিনশেড ঘর, আধাপাকা দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সদরপুর স্টেডিয়াম সংলগ্ন খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান ঘর ও অন্যান্য স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়। বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনায় গেঁড়ে বসা এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। আজ রোববার (২০ এপ্রিল) দুপুর ২টা থেকে সদরপুর স্টেডিয়াম সংলগ্ন খালপাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। সরেজমিনে দেখা যায়, বিদ্যুতের লাইনম্যান দ্বারা অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করার পর ভেকু দিয়ে দোকান, কাঁচাপাকা মেঝে, টিনের চাল, আধাপাকা ওয়াল...
নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশা সফর
নিজস্ব প্রতিবেদক

নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। মুহূর্তেই এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) রিকশায় করে পিটিয়ে গান বাজিয়ে ভিডিও ধারণ করে শহরে ঘুরানো হচ্ছে। ওই ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর বলেন, আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নবাব সিরাজ-উদ- দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়ের সমর্থকরা। আমি কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুইয়ে ডিভাইডারের সঙ্গে বারবার মারছিল। এভাবে পুরো শহর ঘুরায়। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা মার কাছে...
শোকে দুই পরিবার আজ দিশেহারা
নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে আলফা খাতুন (৩) ও হোসেন আলী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলফা খাতুন এরান্দহ গ্রামের আলহাজ হোসেনের মেয়ে ও হোসেন আলী একই গ্রামের মেনহাজ আলীর ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশে ওই দুই শিশু খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে। news24bd.tv/NS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর