রাজধানীর আদাবর এলাকার রিং রোডে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে মোঃ শরীফ ওরফে কিলার শরীফ নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক করেছে। গতকাল রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে ৫০ হাজার টাকা চাঁদা সহ হাতেনাতে তাকে আটক করা হয়। শেরেবাংলা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেভেন কাট জেন্টলমেনস পার্লার অ্যান্ড সেলুন- এর ভুক্তভোগী মালিকের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল মোঃ শরীফ। হত্যার হুমকি দিয়ে এই দিন চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা নিতে গেলে সেনা টহল দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। আটক মোঃ শরীফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে ইতোপূর্বে দুটি খুনের মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে ১২ বছর কারাভোগ করেছে।সে আদাবরের শীর্ষ সন্ত্রাসী নবি (বর্তমানে দেশের বাহিরে পলাতক) এর পক্ষ থেকে নিয়মিত চাঁদা আদায় করে বলে প্রাথমিক...
‘কিলার শরিফ’কে হাতেনাতে ধরে ফেললো সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক

দেড় মিনিটের মিছিল দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ঢাকা মহানগরের যাত্রাবাড়ী ও শাহবাগ এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। আজ রোববার (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তাররা হলেনঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের ৫০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮), মো. বিল্লাল (২৩) এবং যুবলীগ কর্মী মো. করিম (৪০)। যাত্রাবাড়ী থানার পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মৃধাবাড়ি এলাকায় আওয়ামী লীগের প্রায় ১৬১৭ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পুলিশের টহল টিম দ্রুত সেখানে পৌঁছে মিছিলকারীদের ধাওয়া করে। এই...
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো টিপু সুলতান (২২), জমাল (৩০), শাকিল (২৩), মামুন (৩২), অহিদুল (৩২), আরিফ (৩৫) ও মারুফ (৩৬)। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।...
প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ওসি আরও বলেন, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর