চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত সেখানে তিনি তার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। আরও পড়ুন সীমান্তের সব ভিডিও সত্য নয়, সবটা যে...
নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন
নিজস্ব প্রতিবেদক

‘মাটিতে লুটিয়ে না পড়া পর্যন্ত গুলি চালিয়েছে হামলাকারীরা’
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত ভূষণ নামে বেঙ্গালুরুর একজন প্রযুক্তিবিদকে তার স্ত্রী এবং তাদের তিন বছরের ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। মাটিতে লুটিয়ে না পড়া পর্যন্ত ভুক্তভোগীদের ওপর গুলি চালিয়ে যায় হামলাকারীরা বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বেঁচে ফেরা ভূষণের শাশুড়ি। ভূষণের শাশুড়ি বলেন, আমার মেয়ের জামাইকে গুলি করে হত্যা করা হয়েছে। ওরা নারী ও শিশুদের গুলি করেনি, বরং পুরুষদের মাথায় গুলি করেছে। ওরা গুলি চালিয়ে গেছে যতক্ষণ না তারা পড়ে যায়। তিনি আরও বলেন, আমার মেয়ে একজন ডাক্তার, সে বুঝতে পারে যে তার স্বামী মারা গেছে। তারপর সে মোবাইল এবং ব্যাগ নিয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। এখন তার মেয়ে সুজাতাকে ভারতীয় সেনাবাহিনী নিরাপদ স্থানে নিয়ে গেছে বলেও জানান তিনি। এদিকে, সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন তিন জঙ্গির ছবি ও...
৩৮ মিনিটে তিনবার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক
অনলাইন ডেস্ক

একাধিক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের ইস্তাম্বুলের শহর ও আশপাশের অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয়। তিন দফা এই ভূকম্পনের প্রথমটি ঘটে স্থানীয় সময় দুপুর ১২টা ১৩ মিনিটে ইস্তাম্বুলের সিলিভরি উপকূলে। এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। এরপর ১২টা ৪৯ মিনিটে দ্বিতীয় ও সবচেয়ে শক্তিশালী কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তৃতীয়টি আঘাত হানে বায়ুকচেকমেজে জেলায় দুপুর ১২টা ৫১ মিনিটে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৪। আরও পড়ুন তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ২৩ এপ্রিল, ২০২৫ ইস্তাম্বুলের ইউরোপীয় পাশে অবস্থানরত বিবিসি প্রতিবেদক অরলা গেরিন জানান, আমি নিজেই বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসেছি। আমার...
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক

ফের বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। আজ বুধবার (২৩ এপ্রিল) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, তুরস্কে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। তবে তাৎক্ষণিকভাবে এ কম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, বুধবার ইস্তাম্বুলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়। এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। সেইবার ৭ দশমিক ৮ মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ৫৩ হাজার মানুষ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর