দুই উপদেষ্টার সহকারী একান্ত সচিবের (এপিএস) দুর্নীতির অভিযোগের বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। গত ৮ এপ্রিল তাকে অব্যাহতি দিয়ে সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৮ এপ্রিল উপদেষ্টার সম্মতির ভিত্তিতে ওই তারিখ থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।...
দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির অভিযোগ নিয়ে কী সিদ্ধান্ত, জানালো দুদক
নিজস্ব প্রতিবেদক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের কাতার সফরের শেষদিনে আজ বৃহস্পতিবার সে দেশের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন। দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস news24bd.tv/আইএএম
রাস্তা পারাপারে ঢাকায় প্রথম চালু হলো ট্রাফিক পুশ বাটন
নিজস্ব প্রতিবেদক

রাস্তা পারাপারে প্রথমবারের মতো রাজধানীতে চালু হলো ট্রাফিক পুশ বাটন পদ্ধতি। ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ২২টি পয়েন্টে চালু হলেও পর্যায়ক্রমে পুরো ঢাকাকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মো. সারওয়ার বলেন, এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা। রাস্তা পার হতে চাপতে হবে ট্রাফিক সিগন্যালের পুশ বাটন। এরপর ১০০ সেকেন্ড অপেক্ষা। সবুজ বাতি জ্বলে উঠলেই রাস্তা পারাপার হবেন পথচারীরা। সকালে নিরাপদ পথচারী পারাপারে পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয় মিরপুর ২ নম্বরে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠান জাইকার অর্থায়নে প্রকল্পটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। নতুন...
৫৩ বছরে গণতন্ত্রের ঘাটতি ছিল বলেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক

গত ৫৩ বছরে বাংলাদেশের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি ছিল, যার ফলস্বরূপ ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আমজনতা দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় আমজনতা দলের নেতারা জানান, ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৩৮টিতে একমত, ১২ টিতে দ্বিমত, ১৫টিতে আংশিকভাবে একমত এবং একটিতে মতামত দেয়নি তারা। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি পাঁচ বছরের সংসদের মেয়াদকাল চায় দলটি। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে সব রাজনৈতিক দলের সাথে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করছে কমিশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আমজনতার দলের সাথে আলোচনায় বসেন ঐকমত্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর