সারা দেশে বজ্রপাতে পাঁচ জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লার দুই উপজেলায় চারজন, কিশোরগঞ্জের দুই উপজেলায় তিনজন, নেত্রকোনায় একজন, সুনামগঞ্জে একজন ও চাঁদপুরে একজনের মৃত্যু হয়।নিহতরা বেশিরভাগই কৃষিকাজ ও অন্যান্য কাজে বাইরে অবস্থান করছিলেন। প্রতিনিধিরা জানান- কুমিল্লা: দুই উপজেলায় চারজনের মৃত্যু বজ্রপাতে কুমিল্লার দুই উপজেলায় দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুরের মধ্যে বরুড়া ও মুরাদনগর উপজেলায় পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার...
বজ্রপাতে ঝরল ১০ প্রাণ
অনলাইন ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার। আজ (সোমবার) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে গেজেটে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অধিদপ্তরটি প্রতিষ্ঠিত হলো। অধিদপ্তরটির মূল দায়িত্ব হবে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, আন্দোলনে নিহতদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সহায়তা প্রদান। একইসঙ্গে, এই গণ-আন্দোলনের আদর্শ ও চেতনা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কাজ করবে নতুন এই প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের...
সাবেক এমপি এনামুলের অ্যাকাউন্টে প্রায় আড়াই হাজার কোটি টাকা লেনদেন

প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় আড়াই হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এসময় তিনি আরও বলেন, ১৮ কোটির টাকার অবৈধ সম্পদ ও ১২টি ব্যাংক হিসাবে ২২শ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে এনামুল হকের। এছাড়া স্ত্রীর নামে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২টি ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে। এই ঘটনায় সাবেক এমপি এনামুল হক ও স্ত্রীর নামে পৃথক দুটি মামলা করেছে দুদক। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতি খোঁজে পূর্বাচলে স্টেডিয়ামে নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরণের নথি তলব করে...
পুলিশের আরও এক বড় কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপালগঞ্জ মডেল থানায় গত ৮ জানুয়ারি মামলা হয়। এই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ গ্রেপ্তার ২৮ এপ্রিল, ২০২৫ প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে সরকারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর