চলতি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে শক্তিশালী আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এদিন ফরাসি ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন ওসমানে ডেম্বেলে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই পোস্টে লেগে বল জালে পাঠান ডেম্বেলে। শুরুতে পুরোপুরি দাপট দেখানো পিএসজি গোলটি ধরে রাখে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। অর্থাৎ সুবিধাজনক অবস্থায় থেকেই ফ্রান্সে ফিরছে লুইস এনরিকের দল। ২০০৯ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা আর্সেনাল শুরুর ধাক্কা সামলে ম্যাচের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায়। এরপর দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর একটি গোল ভিএআরে বাতিল হয় এবং পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা অসাধারণ কিছু সেভ দেন। ম্যাচের শেষের দিকে...
ডেম্বেলের গোলে আর্সেনালকে হারিয়ে পিএসজির উল্লাস
অনলাইন ডেস্ক

দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে রইল কলকাতা
অনলাইন ডেস্ক

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে রইল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিল্লির বিপক্ষে ১৪ রানের জয় পেল কলকাতা। অরুণ জেটলি স্টেডিয়ামে ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে দিল্লি। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ফাফ ডু প্লেসি। এছাড়া ৪৩ রানের ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। ২৯ রান খরচায় কলকাতার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সুনীল নারিন। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাট করে যায় কলকাতা। ইনিংস বড় করতে না পারলেও দলকে বড় পুঁজির দিকে এগিয়ে নিয়ে যান রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, আজিঙ্কা রাহানে ও অঙ্কৃশ রঘুবংশীরা। গুরবাজ ১২ বলে ২৬, নারিন ১৬ বলে ২৭, রাহানে ১৪ বলে ২৬ আর রঘুবংশী ৩২ বলে ৪৪ রান করে আউট হন। শেষদিকে রিঙ্কু সিংয়ের ২৫ বলে ৩৬ আর আন্দ্রে রাসেলের ৯ বলে ১৭ রানের ইনিংসে...
স্বস্তি নিয়ে লিড নিলেও শেষ বেলায় অস্বস্তি
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বল হাতে বাংলাদেশের নায়ক ছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে ব্যাট হাতে বাংলাদেশকে টেনেছেন সাদমান ইসলাম। দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশকে লিডের পথে স্বস্তিতে এগিয়ে দিয়েছেন তিনি। কিন্ত দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৪ রান। যদিও শেষ বেলায় পরপর কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছে স্বাগতিকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম বলেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৯০.১ ওভার ব্যাট করে সফরকারীরা স্কোরবোর্ডে জমা করে ২২৭ রান। জবাব দিতে নেমে প্রথম সেশনে জিম্বাবুয়ের বোলারদের শাসন করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান এবং এই টেস্ট দিয়ে দলে ফেরা এনামুল হক বিজয়। তারা ২৬ ওভার ব্যাট করে তোলেন ১০৫ রান। মধ্যাহ্ন বিরতির পর তাদের জুটি ভাঙে। ৩৯ রান করে ব্লেসিং মুজারাবানির বলে...
মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আবাহনীর
নিজস্ব প্রতিবেদক

এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত করে নাটকীয়ভাবে খেলেছিলেন আগের ম্যাচে, কিন্তু শিরোপা নির্ধারণী লড়াইয়ে অধিনায়ক তাওহিদ হৃদয়কে ছাড়াই মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফলাফলচরম মূল্য দিতে হলো দলটিকে। প্রতিপক্ষ আবাহনী লিমিটেড সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ৯.২ ওভার হাতে রেখে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শিরোপা ঘরে তোলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে মোহামেডান। শুরুটা ভালো হলেও ইনিংসের মাঝপথে ধাক্কা খায় দলটি। ওপেনার রনি তালুকদার করেন ৪৫ রান, চারে নামা ফরহাদ হোসেনের ব্যাটে আসে ৪২। ১২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে মোহামেডান, তবে মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলামের ৯০ রানের জুটি দলকে ২৪০ রানে পৌঁছে দেয়। দুইজনই হাফসেঞ্চুরি করে বিদায় নেন। জবাবে আবাহনীও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর