স্টুডেন্ট ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছে কানাডা। স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম-এর (এসডিএস) আওতায় ভিসার আবেদন করতে পারতেন ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা। সেই সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
স্টুডেন্ট ভিসার আবেদনে শিক্ষার্থীদের আগ্রহী করতে ২০১৮ সালে এসডিএস প্রোগ্রাম চালু করেছিল কানাডা।
এই সুবিধার আওতায় এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পেরু, ফিলিপাইন, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভিয়েতনামের শিক্ষার্থীরাও আবেদন করতে পারতেন। এসডিএসের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের সুযোগ ছিল বেশি। সেই সঙ্গে এক্ষেত্রে ভিসার প্রক্রিয়াও ছিল দ্রুত।
কানাডা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, সবার জন্য একই ধরনের ব্যবস্থা থাকবে। একেবারে একটা স্বচ্ছ ব্যবস্থা থাকবে এখানে। নাইজেরিয়া...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন। এর মধ্যে ট্রাম্প আগামী বুধবার (১৩ নভেম্বর) বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে, ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছিলেন, নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। এছাড়া সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার বিষয়েও বলেন বাইডেন।...
নেপাল থেকে ভারত হয়ে শিগগিরই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে নেপাল তাদের জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে ভারতের সঙ্গে সমন্বয় করেছে। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য নেপাল ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চেয়েছে, এবং এ অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে।
গত ৩ থেকে ৬ নভেম্বর নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা ভারত সফরকালে দেশটির বিদ্যুৎ ও পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারা বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের ব্যাপারে আলোচনা করেন। ফলে শিগগিরই ভারত হয়ে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমতি মিলবে।
সফর শেষে কাঠমান্ডুতে দীপক খাড়কা জানান, ত্রিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশের জন্য ৪০ মেগাওয়াট বিদ্যুৎ...
পাকিস্তানে রেলস্টেশনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৬
অনলাইন ডেস্ক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেড়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৬২ জন আহত হয়েছেন।
জানা গেছে, নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও রয়েছেন। (খবর ডন)
প্রতিবেদন মতে, শনিবার (৯ নভেম্বর) ভোরে বেলুচিস্তানের মাস্তুং জেলার কোয়েটা রেলস্টেশনের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। গত সপ্তাহে এই মাস্তুংয়ের একটি হাসপাতাল ও একটি স্কুলের কাছে বোমা বিস্ফোরণ ঘটেছিল। ওইসময় পাঁচ শিশুসহ ৮ জন নিহত হয়।
আরও পড়ুন
ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানি ষড়যন্ত্র, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
০৯ নভেম্বর, ২০২৪
কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন...