দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ শুরু করে। পরে আরও তিন ইউনিট যোগ দেয়। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুনের আকার এখন পর্যন্ত বড় বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।...
সচিবালয়ের আগুন নেভাতে ইউনিট বেড়ে ১১
নিজস্ব প্রতিবেদক
গভীর রাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
ঢাকার প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুনের আকার এখন পর্যন্ত বড় বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।...
রাজধানীতে বাস চালককে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
রাজধানীর আদাবরে চালককে বাসের মালিক কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। চালকের নাম স্বপন। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বপন ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনের একটি বাসের মালিক। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় আদাবর এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে বাসচালক। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। বাকিটা পরে জানানো হবে।...
বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, থাকবে আরও যে দুদিন
নিজস্ব প্রতিবেদক
আজ (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে নিরাপত্তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ইফতেখার হোসেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে এবং আমাদের একটি চিঠি দিয়েছে। সেই চিঠির ভিত্তিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল থামানো হচ্ছে না। তবে আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে মেট্রোরেল যথারীতি থামবে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বর ও ২০২৫ সালের ১ জানুয়ারি একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও এই স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান জানান,...