নোয়াখালীর দ্বীপের হাতিয়ায় ছোট ভাইয়ের চতুর্থ বারের মতো বিয়ে প্রতিবাদ করায় বড় ভাইকে খুননের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ছোট ভাইকে গ্রেপ্তার করে। নিহত রাকিব সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য চরচেঙ্গা গ্রামের মৃত এনায়েত হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। এলাকাতে সাকিব তিনটি বিয়ে করেছে এবং তিন বউ চলে গিয়েছে। ফলে ঘটনার দিন সাকিব পাশের এলাকায় আরেকটি বিয়ে করে ঘরে আসলে বড় ভাইয়ের সাথে বাদানুবাদ হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে চিৎকার হই-হুল্লোড়ে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে পুনরায় দুই ভাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।...
ছোট ভাইয়ের চতুর্থ বারের মতো বিয়ে প্রতিবাদ করায় বড় ভাইকে খুন
অনলাইন ডেস্ক

৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিল ১০ বছর, অতঃপর...
অনলাইন ডেস্ক

৬ মাসের সাজা এড়াতে দশ বছর পালিয়েও শেষরক্ষা হলো না সোহেল হাওলাদারের (৩৫)। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার (১২ এপ্রিল) সকালে কারাগারে পাঠানো হয়। সোহেল হাওলাদার ঝালকাঠির নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার মৃত হারুন হাওলাদারের ছেলে। নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ সিদ্দিকী জানান, ২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের সাজা হয় সোহেল হাওলাদারের। সাজা এড়াতে এতদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জেলহাজতে পাঠানো হয়েছে। news24bd.tv/এআর
টিকটক সূত্রে পরিচয়, ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ
মো. হৃদয় খান, নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলায় প্রেমিকা ধর্ষণের অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, প্রেমিক আশিক দেওয়ান শান্ত (১৮) ও তার এক বন্ধু মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আজ শনিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতাল থেকে আশিককে আটক করে পুলিশ। তবে তার বন্ধু এখনো পলাতক রয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক আশিক দেওয়ান শান্ত শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী মেয়েটির বয়স ১৩ বছর, সে নরসিংদী সদর উপজেলার একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। উভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক করে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আশিক ও ভুক্তভোগী মেয়েটি টিকটকের মাধ্যমে পরিচিত হন এবং পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গতকাল শুক্রবার আশিক...
১৪৪ ধারা ভেঙে তির-ধনুক ও হাতবোমা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া
সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত শতাধিক
আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আটঘড়িয়া গ্রামে শুক্রবার (১১ এপ্রিল) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এসময় ২৬টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয় নগদ টাকা ও স্বর্ণালংকার। এ ঘটনায় ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার। এদিকে শনিবার (১২ এপ্রিল) রাত ৮ টায় ১৪৪ ধারা ভঙ্গ করে তির-ধনুক ও হাত বোমা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চালাচ্ছে উভয়পক্ষ। সাধারণ মানুষ ছুটছে নিরাপদ স্থানের দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আটঘড়িয়া গ্রামের ১ একর ১ বিঘা জমি ও বসতভিটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি স্থানীয় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। ইয়াসিন (৪৫) গ্রুপের সঙ্গে মাহতাব (৩৫) গ্রুপের এই বিরোধ গেল শুক্রবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর