দ্রুত নির্বাচন না দেয়া হলে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠলে যদি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তবে অন্তর্বর্তী সরকার তার জন্য দায়ী থাকবে- এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। মঙ্গলবার (১১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে বর্ষীয়ান রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৪৬ তম মৃত্যুবার্ষিকীর আলোচনাসভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। এসময়, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। news24bd.tv/FA
নির্বাচন বিলম্বের কারণে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে দায় সরকারের: বুলু
নিজস্ব প্রতিবেদক

হাসিনার সময়ে মানুষের নামাজ পড়ারও অধিকার ছিল না: পিন্টু
টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি একটা মৃত মানুষ, জীবিত অবস্থায় ফিরে এসেছি। আমার জীবন তো শেষ হয়ে যেতো। এখন শেখ হাসিনা থাকলে আমি আর কথা বলতে পারতাম না। যেহেতু মুক্ত হয়েছি জালিমের কারাগার থেকে, সেই জালিমের কারাগারে রিমান্ডের নামে অত্যাচার, জুলম, নির্যাতন যেভাবে আমি ভোগ করেছি সেইভাবে আপনারাও বাইরে থেকে অনেকে ভোগ করেছেন। আব্দুস সালাম পিন্টু বলেন, সে সময় এদেশে কথা বলার অধিকার ছিল না, নামাজ পড়ারও অধিকার অনেকের ছিল না। মানুষ তার বিপদের কথাটাও মানুষের কাছে বলতে দিতো না। একটা ভয়াবহ অস্থিরতার মধ্যে দেশ চলছিল। এই দেশকে হাসিনার হাত মুক্ত করেছে পরম করুণাময় আল্লাহ তালা। তবুও ষড়যন্ত্র থেমে থাকে না। যেদিন স্বাধীন হয়েছে, পরের দিন থেকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। গতকাল...
সেই গল্পগুলো আমার হৃদয়ে গেঁথে আছে: তাসনিম জারা
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেছেন, বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সঙ্গে চিকিৎসা নিয়ে কাজ ও কথা হয়েছে। আপনারা কেমন বাংলাদেশ চান সেই গল্পগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। যেকোনো সাধারণ মানুষের বিচার দ্রুততম সময়ের মধ্যে হবে, হেনস্তার শিকার হবে না, এটাই আমরা নতুন বাংলাদেশে বলি। এত ত্যাগ শুধু এক শাসন থেকে অন্য শাসন ব্যবস্থায় যাওয়া নয়, পুরো শাসন ব্যবস্থাটাই পরিবর্তন করা। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, কিছু বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে হবে। খুনি হাসিনাকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আমরা সবাই অলরেডি শহীদ হয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নেই।...
‘বিচার-সংস্কার না হলে দেশে আরেকটা চব্বিশ হবে’
অনলাইন ডেস্ক

বিচার হওয়ার আগে নির্বাচন চান না জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। ছয় বছরের শহীদ জাবির ইব্রাহীমের বাবা বলেন, আমাদের শহীদ পরিবার এবং আহতদের একত্রিত করায় শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ ও আহত পরিবারের সবাই আগে বিচার চাই। আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। বিচার, সংস্কার না হইলে আরেকটা চব্বিশ হবে। বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আহতের সুচিকিৎসা আরও দ্রুত করা দরকার। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সঙ্গে চিকিৎসা নিয়ে কাজ ও কথা হয়েছে। আপনারা কেমন বাংলাদেশ চান সেই গল্পগুলো আমার হৃদয়ে গেঁথে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর