নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে আনিসুল হক মারধরের শিকার হন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান গণমাধ্যমকে জানান, সোলাইমানের ভগ্নিপতি শামীম কবিরের দায়ের করা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৫১ জনের নাম উল্লেখ রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র...
আদালত চত্বরে আনিসুল হককে মারধর
অনলাইন ডেস্ক

পুলিশ সদস্যকে চাপা দিয়ে পালাল গরু বোঝাই ডাকাতের ট্রাক
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গরু ডাকাত ধরতে গিয়ে তাদের ট্রাকের চাপায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৮ এপ্রিল) ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রফিকুল ইসলাম যমুনা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার টাউন কলোনী। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আনারুল ইসলাম জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একদল ডাকাত টাঙ্গাইল থেকে গরু লুট করে ট্রাকযোগে ফিরছিল। তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে থানা-পুলিশের একটি টিম তাদের আটকানোর চেষ্টা করে। এসময় ডাকাতদের ওই ট্রাক কনস্টেবল রফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা...
ডাকাত দলের ট্রাক চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে একদল গরু ডাকাত ধরতে গিয়ে তাদের ট্রাকের চাপায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রফিকুল ইসলাম যমুনা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিলেন। তার বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার টাউন কলোনী। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আনারুল ইসলাম জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একদল ডাকাত টাঙ্গাইল থেকে গরু চুরি করে ট্রাকযোগে ফিরছিল। তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে থানা পুলিশের একটি টিম তাদের আটকানোর চেষ্টা করে করে। এসময় ডাকাতদের ওই ট্রাকটি কনস্টেবল রফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা...
পিরোজপুরে চোরধরা বৈদ্যুতিক ফাঁদে শ্রমিকের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়ই বাগানের চুরি ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদে পড়ে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক স্থানীয় পাতাকাটা গ্রামের আকসার সরদার এর ছেলে। তিনি ঢাকায় একটি কাঠের কারখানায় শ্রমিকের কাজ করছিলেন। থানা ও হাসাপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের বড়ই চাষি দুলাল ফরাজি নিজের বাগানের বড়ই চুরি ঠেকাতে বাগানের চারিপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ওই বড়ই বাগান হতে চারা করেন মনির সরদার। সোমবার সকালে ক্রয়কৃত বড়ই চারা সংগ্রহের জন্য তিনি বাগানে যান। এসয় তিনি অজ্ঞাতে বাগান মালিকের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির সরদার এর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর