চ্যাম্পিয়নস ট্রফির ৯ম আসরের শিরোপা ঘরে তুলেছে ভারত। পুরো টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্স করেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। তাদের নিয়ে আসরে সেরা একাদশ তৈরি করেছে আইসিসি। যেখানে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড থেকে ১০ জন ক্রিকেটার জায়গা পেয়েছে। সোমবার (১০ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চ্যাম্পিয়নস ভারত থেকে আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। আর ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে। এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও সেমিফাইনালে অজিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম করেছিলেন বিরাট কোহলি। মিডিল অর্ডারে নিয়ন্ত্রিত ব্যাট করে প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ...
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে আছেন যারা

‘ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং’
অনলাইন ডেস্ক

ফাইনাল ম্যাচ শেষ, হার্দিক পান্ডিয়া ও তার দল বিজয়ের উদ্যাপনে ব্যস্ত। এমন মুহূর্তে উপস্থাপক যতীন সাপরু এগিয়ে গেলেন হার্দিকের কাছে, তবে ম্যাচ বিশ্লেষণের জন্য নয়, বরং উদযাপনের অনুভূতি জানার জন্য। যতীন হার্দিককে প্রশ্ন করেন, তুমি তো এখন দলের সিনিয়র ক্রিকেটার। এখনো কি আগের মতো অনুভূতি হয়? জুনিয়রদের উদ্যাপন দেখে কী মনে হয়? এরপর তিনি কয়েকজন জুনিয়র ক্রিকেটারের দিকে ইঙ্গিত করে বলেন, এই দেখো, এরা তো লাইভে চলে গেছে! এই প্রশ্নের উত্তরে হার্দিক পান্ডিয়া মজার ছলে বলেন, হ্যাঁ, ওরা লাইভ করছে। সেখানে বলছে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং! হার্দিকের এই উক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কারণ এটি এক বছর আগের একটি বিখ্যাত ঘটনার সঙ্গে জড়িত। ২০২৩ বিপিএল ফাইনালের পর এক বাংলাদেশি উপস্থাপক আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও মঈন আলীকে এই প্রশ্ন করেছিলেন। তখন ক্রিকেটাররা...
আর্জেন্টিনাকে হারিয়ে দিলো ব্রাজিল
অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। তবে বাংলাদেশ সময় গত রাতে একেবারেই নীরবভাবে মাঠে গড়াল এই দুই দলের লড়াই। সেটিও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। তবে এটি ছিল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, যেখানে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিলের নারী ক্রিকেট দল। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ব্রাজিল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে। তবে রান তাড়ায় আর্জেন্টিনার অবস্থা আরও করুণ হয়। ১৫.১ ওভারে মাত্র ৪৪ রানেই অলআউট হয়ে যায় তারা। শুরুর দিকে অবশ্য ভালোই লড়াই করছিল স্বাগতিকরা। দুই ওপেনার আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) প্রথম ৫.২ ওভারে ২২ রান তুলেছিলেন। কিন্তু এরপরই ধস নামে আর্জেন্টিনার ব্যাটিং লাইনআপে। ব্রাজিলের নিকোল মন্তেইরো লোয়োকে...
থামানোই যাচ্ছে না রোনালদোকে, আরেকটি মাইলফলক স্পর্শ
অনলাইন ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষিপ্রতা ও তীব্রতা কমছেই না। ক্যারিয়ারের বুড়ো বয়সে এসেও গোলের ক্ষুধা একটুও কমেনি। ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিপক্ষে গোল করে এক মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। শেষ ষোলোর দ্বিতীয় লেগে এস্তেঘলাল এফসির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় অ্যাগ্রিগেডে ৩-০ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এস্তেঘলাল এফসির বিপক্ষে প্রথম লেগে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। দাপটের সঙ্গে জয় পেয়েছে রোনালদোর দল। ম্যাচের নবম মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নাসরকে এগিয়ে দেন দলের নতুন তারকা ডুরান। যা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল। দ্বিতীয় গোলটি আসে রোনালদোর পা থেকে। ২৭তম মিনিটে নাসরকে পেনাল্টি থেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর