বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশ রাজধানী ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৩ ছুঁয়েছে, যা অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা (PM 2.5) গ্রহণযোগ্য মাত্রার তুলনায় প্রায় ২০ গুণ বেশি পাওয়া গেছে। বিশেষভাবে, রাজধানীর দুটি এলাকায় বায়ুদূষণের মাত্রা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। ইস্টার্ন হাউজিং এলাকায় একিউআই স্কোর ২৬১ এবং ঢাকার মার্কিন দূতাবাস এলাকার স্কোর ২৪০ ছুঁয়েছে, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এছাড়া বেজ এজওয়াটার (১৯৩), কল্যাণপুর (১৮৯), বেচারাম দেউরি (১৮৫), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৮৪), এবং...
এড়িয়ে চলুন ঢাকার দুই এলাকা
নিজস্ব প্রতিবেদক

সাভারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, জানা যায়নি ক্ষতির পরিমাণ
অনলাইন ডেস্ক
ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে সংস্থাটির মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাতটা ২০ মিনিটে। প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নং জোনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, সকাল সাতটার দিকে পাওয়ার প্ল্যান্টের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে সাভার ও ঢাকাসহ...
সাভারে পাওয়ার গ্রিডে আগুন নেভানোর কাজে ৯ ইউনিট, যাচ্ছে আরও
অনলাইন ডেস্ক

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে সংস্থাটির এক কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ধাপে ধাপে ঘটনাস্থলে এখন পর্যন্ত পৌঁছে কাজ করছে ৯টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে। এ ছাড়া, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি এই কর্মকর্তা। news24bd.tv/MR
‘রাজধানীর ত্রাস’ শীর্ষ সন্ত্রাসী হেজাজ সেনা অভিযানে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানী মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও কলাবাগান এলাকার ত্রাস শীর্ষ সন্ত্রাসী এজাজ ওরফে হেজাজ সেনা অভিযানে গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর রায়ের বাজার এলাকা হতে হেজাজ সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এজাজ দীর্ঘ দিন কারা ভোগের পর গত ১৫ আগস্ট শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, পিচ্চি হেলাল ও ইমনের সঙ্গে জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পর থেকেই সন্ত্রাসী এজাজ ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অপহরণ করে আসছিল। কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার উদ্দেশে গুলি ও কোপানো হয়। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই এজাজই ওই হামলার প্রধান হামলাকারী। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্চি হেলাল বর্তমানে পলাতক থাকায় তাদের বিভিন্ন সন্ত্রাসী গ্যাং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর