শেরপুর সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)। পুলিশ জানায়, মনজুরুল ইসলাম হত্যা মামলায় বিচারে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেয় আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে গোপন সূত্রের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় নিজ বাড়ি...
শেরপুরে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি
রাঙামাটিতে শুরু হয়েছে ২দিন ব্যাপী সোতোকান কারাতে
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
রাঙামাটি জিমনেসিয়ামে অর্ধমাসব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সোতোকান কারাতে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সোতোকান কারাতে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। এসময় রাঙামাটির অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন ও রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। রাঙামাটিসহ মোট ৭টি জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর ও নোয়াখালী) ৭০জন ছেলে ও ১০০জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই কারাতে। এসময় কারাতে পরিচালনা করেন রাঙামাটির দো অ্যাসোসিয়েশনের সভাপতি ছোটন চাকমা ও সাধারণ সম্পাদক যশস্বী চাকমা। রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বলেন, তরুণদের অংশগ্রহণের মধ্যে দিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব। ম্যারাথন, কারাতে, ক্রিকেট ও...
মিছিলে স্লোগান দিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যুবদল নেতার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
কর্মী সমাবেশের মিছিলে স্লোগান দিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন এক যুবদল নেতা। তাৎক্ষণিক তাকে হাতিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে যুবদলের কর্মী সমাবেশের মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা বিএনপি। হাতিয়া বিএনপি ও জেলা যুবদলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। নিহত মো. ওমর ফারুক (৩৫) সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (বর্তমান স্থগিত কমিটির) ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ...
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির লিফলেট বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা শ্লোগানে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল শহরের ইলিয়ট ব্রিজ থেকে বড়বাজার হয়ে বাজার স্টেশন কাচবাজার পর্যন্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কালে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম সাঈদ মোস্তাকিন, সিরাজগঞ্জের ছাত্র সমন্বয়ক টিএম মুশফিক সাদ, সজীব সরকার, সাদিয়া আহমেদ সিনহা, সুমাইয়া আরেফিন শুপ্তি, আসির ইস্তেসার অযন ও ইয়াসিন আরাফাত ইশানসহ ছাত্ররা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কালে ছাত্র ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্র জারি করতে হবে। যে ঘোষণাপত্রে জুলাই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর