দেশের সিলেট ও কুমিল্লা জেলাসহ কয়েকটি এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অফিসের আবহওয়াবিদ সজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে ৫ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও কম্পন অনূভত হয়েছে। news24bd.tv/কেআই
দেশের সিলেট ও কুমিল্লায় ভূমিকম্প
অনলাইন ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ
অনলাইন ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এবং আজ শুক্রবার ভোরে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। গতকাল রাতে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরুতর আহত ব্যক্তির নাম অমিত (২৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে ঢাকা-শ্রীনগরগামী রুটের আবদুল্লাহপুর পরিবহনের একটি বাস...
ছয় ঘণ্টার ভোগান্তি শেষে আরিচা-কাজিরহাটে চলছে ফেরি
নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত পৌনে তিনটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বন্ধ রাখার সময়ে দুই প্রান্তে আটকা পড়ে শতাধিক যানবাহন। এসময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন সংশ্লিষ্ট মানুষেরা। বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাজিরহাট ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে। পরে ধীরগতিতে ফেরিটি ৩ ঘণ্টায় আরিচা ঘাটে পৌঁছায়। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা...
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম। তার নামেই এবার চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক হতে যাচ্ছে। বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেয়। পরে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এ তথ্য নিশ্চিত করে। মূলত, আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর আগে এক্সপ্রেসেওয়ের নাম পরিবর্তন করা হলো। আজ শুক্রবার (৩ জানুয়ারি) টোল আদায়ের মাধ্যমে এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিকভাবে গাড়ি চলাচল শুরু হবে। এর আগে, নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে। ২০২৩ সালের ১৪...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর