বিশ্ব ইজতেমা দুই পর্বে করার ঘোষণা দিয়েছেন শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকে এ খবর দিয়েছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে। হাবিবুল্লাহ রায়হান বলেন, কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে, জুবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না। এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে, শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন...
দুই পর্বে বিশ্ব ইজতেমা করবে জুবায়েরপন্থীরা
নিজস্ব প্রতিবেদক
'বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক'
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫কে বৈষম্যমূলক। এটি সংশোধনের দাবিও জানান তিনি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের মিডিয়া রুমের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এখানে কোনো আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা বৈষম্যমূলক। আমি এই অধ্যাদেশ সংশোধনের দাবি জানাচ্ছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের এই কাউন্সিল যাচাই বাছাই করে বিচারক নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তবে রাষ্ট্রপতি চাইলে কারণ উল্লেখ করে কাউন্সিলের সেই সুপারিশ থেকে কারো নাম ফেরত পাঠাতে পারবেন। এসব বিষয় উল্লেখ করে ২১ জানুয়ারি এ বিষয়ে...
কেন বেশি শীত অনুভূত হচ্ছে, জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে সকালে বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে আবহাওয়াবিদ নাজমুল হক এ তথ্য জানান। তিনি বলেন, ২৮ জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিরাজগঞ্জে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ১৩...
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই সমন্বয়ক আটকের খবর ভুয়া
নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ২৫ ডিসেম্বর গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন লাগার ঘটনাটি তদন্তের পাশাপাশি জনমনে নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়। এরই মধ্যে একটি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শিরোনামসহ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়, সচিবালয়ের ৭ নম্বর ভবনের অগ্নিকাণ্ডে ২ সমন্বয়ক আটক। ভিডিওটির থাম্বনেইলে আরও উল্লেখ করা হয়, সিসিটিভি ফুটেজ ফাঁস! গ্রেপ্তার সমন্বয়ক, এবং সমন্বয়কদের বিচারের দাবিতে রুমিন ফারহানা। ভিডিওটির দাবি অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন সমন্বয়ককে শনাক্ত করা হয়েছে। ইউটিউবে এই ভিডিওটি ৭৩ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, আর টিকটকে প্রায় সাড়ে ২৭ হাজার ব্যবহারকারী এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী, সচিবালয়ের ৭...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর