অক্ষয় কুমারের ছবি কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি। গত ১৮ এপ্রিল মুক্তিপ্রাপ্ত এই ছবি ইতিমধ্যেই ৫০.২৫ কোটি রুপি আয় করেছে। এই আনন্দের মাঝেও নিজের কোন দুঃখের কথা সামনে নিয়ে এলেন অভিনেতা। সম্প্রতি স্ক্রিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে অক্ষয় তার সিনেমা, দর্শকদের সমালোচনা এবং একজন অভিনেতা হিসেবে তার সব থেকে ভয় কী, সেই বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন কীভাবে তার অভিনীত সিনেমা মানুষের মনে ছাপ ফেলে দিয়েছে বারবার। বিগত বেশ কয়েক বছরে অক্ষয়ের বেশ কিছু সিনেমা যেমন টয়লেট, প্যাডম্যান, এই সিনেমাগুলি মানুষের মনে প্রভাব ফেলেছিল। তিনি তাতে কতটা গর্বিত? এই প্রশ্নের উত্তরে অক্ষয় বলেন, সত্যি আমার ভীষণ গর্ব অনুভব হয়। টয়লেট এ প্রেম কথা, সিনেমাটি মুক্তির পর বহু মানুষ...
বক্স অফিস কাঁপাচ্ছে 'কেশরী ২', তারপরও কেন মন ভার অক্ষয়ের?
অনলাইন ডেস্ক

ঝড় তোলা লুকে আসছেন কমল হাসান
অনলাইন ডেস্ক

দক্ষীণি ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেতা কমল হাসান। প্রায় ৩৬ বছর পর ফের জুটিতে মণি রত্নম ও কমল হাসান। এর আগে তারা জনপ্রিয় ছবি নায়কনে একসঙ্গে কাজ করেছিলেন। এবার মণি রত্নমের আগামী প্যান ইন্ডিয়ান ফিল্ম থাগ লাইফ-এ কমল হাসানের অ্যাকশন বিদ্যুতের মত ঝলসে উঠবে বড় পর্দায়। কবে আসছে থাগ লাইফ ছবি? ছবির ঝলক দেখেই বোঝা যাচ্ছে, এই ছবি চমকে ভরা। ঝলকে এলোমেলো লম্বা চুল, এক মুখ দাড়ি নিয়ে একেবারে রণংদেহী অবতারে ধরা দিয়েছেন কমল। বোঝাই যাচ্ছে, মণি রত্নমের এই ছবি একটা মাস্টারপিস হতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চলতি বছরের ৫ জুন মুক্তি পেতে চলেছে থাগ লাইফ। কমল হাসানের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, নাসের, সান্য মালহোত্র এবং রোহিত শরাফ। news24bd.tv/TR...
সেই কাশ্মীরে জন্মদিন উদযাপন করেছিলেন বিজয়, আবেগঘন পোস্টে যা বললেন
অনলাইন ডেস্ক

সম্প্রতি কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এসময় আহত হয়েছেন ১৭ জন। তাদের মধ্যে একজন বাদে বাকিরা পর্যটক। ভারতীয় জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। ওই হামলাকে কাপুরুষোচিত বলে ব্যাখ্যা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। এই অমানবিক ঘটনার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক তারকারা। বিজয় দেবরাকোন্ডা, জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুন এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা করে শোকপ্রকাশ করেছেন নিহতদের পরিবারের প্রতি। দক্ষীণি অভিনেতা বিজয় দেবরাকোন্ডা লিখেছেন, দুবছর আগে এই পাহালগামে আমার জন্মদিন কাটিয়েছিলাম শুটিংয়ের ফাঁকে, হাসি-আনন্দে, আমার কাশ্মীরি বন্ধুদের সঙ্গে, যারা আমাদের...
শাহরুখপত্নী গৌরীর রেস্তোরাঁয় ‘ভেজাল খাবার’, এবার মুখ খুললেন আরেক ইউটিউবার
অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা শাহরুখপত্নী গৌরী খানের রেস্তোরাঁ তৌরি-তে নাকি নকল পনির পরিবেশন করা হচ্ছে। আর তার এমন অভিযোগের কারণেই সমালোচনার মুখে পড়েছে রেস্তোরাঁটি। ভারতের একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমন দাবি করেছেন। তবে আরেক ইউটিউবার সেই বদনাম থেকে রক্ষা করার চেষ্টা করেন গৌরী খানকে। দিন কয়েক আগে ইউটিউবার সার্থক সচদেব একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে তার দাবি, গৌরী খান নাকি তার রেস্তোরাঁয় ফেক পনির খাওয়াচ্ছেন লোককে। সার্থকের ভিডিও দেখে চোখ কপালে ওঠে নেটিজেনদের। রেস্তোরাঁর খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। তারপর রেস্তোরাঁর তরফ থেকে বিবৃতিতে জানানো হয়, সব অভিযোগ মিথ্যা। পরবর্তীতে তারকা শেফ বিকাশ খান্নাও সমর্থন করেন রেস্তোরাঁর দাবিকেই। এবার আর এক ইউটিউবার গৌরীর রেস্তোরাঁর পনির নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, পনির পরীক্ষায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর