সাভারের আশুলিয়ায় একটি রশিতে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। তবে তারা কি কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন, তা জানা যায়নি। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই জেলার পাথরঘাটা থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনেই আশুলিয়ার দি রোজ নামে একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৫ মাস ধরে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকে শাওন-হাফিজা দম্পতি। তারা উভয়েই পোশাক কারখানায় কাজে সুবাদে সকালে কাজে বের হয়ে যায়। আজ রাতে কারখানার কাজ শেষ করে তারা বাসায় আসে। পরে রাতে তাদের ঝুলন্ত...
আশুলিয়ায় শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
![আশুলিয়ায় শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739246295-7b8b1f8fe8283d0b9300bad362af17a9.jpg?w=1920&q=100)
রাঙামাটিতে মুমূর্ষু অবস্থায় খাল থেকে হাতির শাবক উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি
![রাঙামাটিতে মুমূর্ষু অবস্থায় খাল থেকে হাতির শাবক উদ্ধার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739244830-24709706b53282b7748beab034ae9abe.jpg?w=1920&q=100)
রাঙামাটির রাজস্থলীতে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া চিতাখোলা এলাকায় ওই হাতির বাচ্চাকে পাওয়া যায় বলে বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জানান। তিনি বলেন, কয়েকজন পথচারী হাতির শাবককে খালে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমাদের একটি দল শাবককে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশের খাদ থেকে উদ্ধার করে। বনবিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, হাতির বাচ্চাকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। তবে শাবক উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই মধ্যে আমরা সিদ্ধান্ত নেব তাকে কোথায় রাখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, রোববারে উঘারী পাড়া এলাকায় বুনো হাতি এসেছিল।...
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
![শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739242781-3ff382cb4caa8efd434d86091a369356.jpg?w=1920&q=100)
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে তিন ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত চারটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, সোমবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে। news24bd.tv/MR
অপারেশন ডেভিল হান্ট: মির্জাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![অপারেশন ডেভিল হান্ট: মির্জাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739242272-7afccbbd4527759f6f273f1f401a747d.jpg?w=1920&q=100)
টাঙ্গাইলের মির্জাপুরে ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে আব্দুর রহমান খান (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) তরফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান খান তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং তরফপুর গ্রামের জিয়ারত আলী খানের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখ হারানো হিমেলের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে মির্জাপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তরফপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা আব্দুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত