শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আলোচিত শত শত হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষের ঘটনার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মরিয়ম আক্তার নিপা এ রায় দেন। এর আগে, অভিযুক্ত কুদ্দুস বেপারীকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল জাজিরার বিলাসপুরে শত শত হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ নেতা কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর সমর্থকরা। সংঘর্ষে আহত হয় ১৬ জন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কুদ্দুস বেপারীসহ ৮৮ জনের নাম উল্লেখ করে জাজিরা থানায় মামলা করে। পরদিন ৬ এপ্রিল ঢাকা থেকে অভিযুক্ত কুদ্দুস বেপারীকে আটক করে র্যাব সদস্যরা। ওই...
শরীয়তপুরে বোমা বিস্ফোরণকাণ্ডের প্রধান আসামি রিমান্ডে
শরীয়তপুর প্রতিনিধি

স্বামী-সন্তান রেখে প্রেমিককে বিয়ে, পাঁচ মাস পরে মিলল ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক

ফেসবুকের পরিচয়। তারপর সেই পরিচয় গড়ায় প্রণয়ে। এক পর্যায়ে স্বামী-সন্তান রেখেই টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকের বাড়িতে পাড়ি জমান রংপুর সদর উপজেলার বাসিন্দা রিনা আক্তার (২৪)। এর ৫ মাস পরেই সেই ঘরেই মিলল রিনার ঝুলন্ত মরদেহ। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছে রিনার দ্বিতীয় স্বামীর বাড়ির লোকজন। পুলিশ ও রিনার দ্বিতীয় স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকে দেওয়ান রাব্বীর সঙ্গে রিনা আক্তারের পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরেই প্রায় ৫ মাস আগে রিনা টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামে দেওয়ান রাব্বীর বাড়িতে চলে আসেন। রাব্বী তাকে বিয়েও করেন। বিয়ের পর রিনা বাবার বাড়ির (রংপুর) কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। তবে গেল ঈদের আগে রিনা রংপুরে তার বাবার বাড়ি গিয়েছিল এবং ঈদের আগে আবারও রাব্বীর...
বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-খুলনা মহাসড়কের বাগেরহাট বনগ্রাম বাজারের কাছে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে খাদে উল্টে পড়ে ৭ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, রংপুর থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে বাগেরহাট মোড়লগঞ্জের বনগ্রাম নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। গাড়িতে ৭-৮ জন যাত্রী ছিল। এ সময় স্থানীয়রা বাসের মধ্যে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান। কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটি সম্পূর্ণরূপে উদ্ধার না করা...
মৃত্যুর দুই বছর পর সেই অবন্তিকার বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন
অনলাইন ডেস্ক

দুই বছর আগে মারা গেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তবে তাকে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। মঙ্গলবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব মো. মাহবুব আলম সই করা এক বিজ্ঞপ্তিতে ৩৭ জনকে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। ওই তালিকায় ১৩ নম্বরে রয়েছেন মোহাম্মদ জামাল উদ্দীন। অথচ তিনি ২০২৩ সালের ১২ এপ্রিল ৫৩ বছর বয়সে মারা যান। পদায়নের বিজ্ঞপ্তিতে দেখা যায়, জামাল উদ্দীনকে অধ্যাপক থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর