ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় মালবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রেন দুটির চালক নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ৩টায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের। দুর্ঘটনায় নিহত ট্রেন চালকদের মধ্যে একজন গঙ্গেশ্বর মাল, যিনি পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের বাসিন্দা ছিলেন এবং তিনি এনটিপিসি-র (ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন) মালবাহী ট্রেন চালিয়ে কর্মজীবনের শেষ দিনটিতে দুর্ঘটনায় প্রাণ হারান। তার সহকর্মী অম্বুজ মাহাতোও নিহত হন। এই দুর্ঘটনায় দুই সহকারী লোকো পাইলট ও দুই শ্রমিক আহত হয়েছেন, যাদের মালদহ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটেছে এনটিপিসি-এর মালিকানাধীন ট্র্যাকেই, যেটি কয়লা পরিবহণের জন্য ব্যবহৃত...
চাকরির শেষ দিনে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন চালক
অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনির সন্ধান পেল চীন, বিপুল মজুত
অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরের একটি নতুন তেলের খনির সন্ধান পেয়েছে চীন। চীনের সরকারি তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি, চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি), এই খনিটি আবিষ্কার করেছে। খনিটির নাম দেওয়া হয়েছে হুইঝৌ ১৯-৬, এবং এটি ১০ কোটি টনেরও বেশি তেল ধারণ করে বলে ধারণা করা হচ্ছে। খনিটির অবস্থান সাগরের কোনো বিতর্কিত স্থানে নয় এবং এটি চীনের নিজস্ব ইকোনমিক জোনের মধ্যে পড়েছে। হুইঝৌ ১৯-৬ খনি সাগরপৃষ্ঠের ৩০০ ফুট গভীরে অবস্থিত এবং এর থেকে বর্তমানে দৈনিক ৪১৩ ব্যারেল তেল ও ৬৮ হাজার ঘণফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর শহর শেনজেন থেকে খনিটির দূরত্ব ১৭০ কিলোমিটার। এই আবিষ্কার চীনের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারী দেশ।...
ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবেলায় ‘শক্তিশালী পরিকল্পনা’ ইইউর
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের পরিস্থিতি মোকাবেলার জন্য শক্তিশালী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউরোপীয় ইউনিয়ন তাদের পক্ষ থেকে বাণিজ্যযুদ্ধ এড়াতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর জোর দিয়েছে। ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, যদি যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে শুল্ক আরোপ করে, তবে ইইউ-এর একটি শক্তিশালী পরিকল্পনা রয়েছে। তবে তিনি এও বলেন, ইউরোপের প্রধান লক্ষ্য হলো আলোচনা ও সমাধানের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া। ডোনাল্ড ট্রাম্প আগামী ২ এপ্রিল লিবারেশন ডে হিসেবে ঘোষণা করেছেন, যেখানে তিনি শুল্ক সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন। হোয়াইট হাউসের ধারণা, এসব নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য প্রায় ১০ হাজার কোটি ডলার লাভ বয়ে আনবে। ইইউ প্রেসিডেন্ট লিয়েন আরও বলেন, আমরা আমাদের পদক্ষেপ...
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক

ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। ফলে গত ছয় মাসে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৪০০ জনে পৌঁছেছে। মঙ্গলবার (১ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহে তারা আবার হামলা শুরু করে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার ৮৫ শতাংশ জনগণ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত