খারকিভে আবাসিক ভবনে রাশিয়ার বোমাবর্ষণ, নিহত ৩

সংগৃহীত ছবি

খারকিভে আবাসিক ভবনে রাশিয়ার বোমাবর্ষণ, নিহত ৩

অনলাইন ডেস্ক

রাশিয়া শনিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি আবাসিক ভবনে বোমাবর্ষণ করেছে। এতে তিনজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে। খবর এএফপির।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ব্লক এবং বাইরে একটি গর্তের ফুটেজ পোস্ট করেছেন।

হামলার পর তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘রুশ সন্ত্রাসীরা আবারও নির্দেশিত বোমা দিয়ে খারকিভকে আঘাত করেছে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, দুটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ‘কেবল বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

খারকিভ রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত।

মে মাসে একটি হার্ডওয়্যারের দোকানে নির্দেশিত বোমা হামলায় ১৬ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ গত মাসে বলেছিলেন, রাশিয়া এ বছর ইউক্রেনে প্রায় ১০ হাজার নির্দেশিত বোমা ফেলেছে।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৩টি ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, এটি তিন মাসে জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার ‘অষ্টম ব্যাপক ও সম্মিলিত আক্রমণ’।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দুই বছরেরও বেশি সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে কিয়েভ ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদ্যুৎ আমদানি এবং লোডশেডিং আরোপ করতে বাধ্য হয়েছে। জেলেনস্কির মতে, রুশ হামলা ইউক্রেনের জ্বালানি সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে।

news24bd.tv/DHL