গাজা যুদ্ধে ২১ হাজার শিশু নিখোঁজ : সেভ দ্য চিলড্রেন

গাজায় নির্যাতিত শিশু

গাজা যুদ্ধে ২১ হাজার শিশু নিখোঁজ : সেভ দ্য চিলড্রেন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সেভ দ্য চিলড্রেন গতকাল রোববার জানিয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ হাজার।

খবর আল জাজিরার।  
সেভ দ্য চিলড্রেন  জানায়, ধারণা করা হচ্ছে হাজার হাজার ফিলিস্থিনি শিশু ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে আছে । অনেক শিশুকে মারা যাওয়ার পর অজ্ঞাত স্থানে কবর দেওয়া হয়েছে। , অনেকে ইসরায়েলি বাহিনীর কাছে আটক ।
ফলে ২১ হাজার শিশুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব শিশুদের পরিবার এ নিয়ে উদ্বিগ্ন।  
সেভ দ্য চিলড্রেন  জানায়, গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে তথ্য সংগ্রহ এবং তা যাচাই করা প্রায় অসম্ভব। তবু এ সংখ্যা বেরিয়ে এসেছে।  

news24bd.tv/ডিডি