ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল ঢুকে পড়েছে। এ ঘটনায় পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছেন এবং অভিযান চালাচ্ছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডাকাতদল ব্যাংক ভবনে প্রবেশ করে এবং কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, ছয়-সাতজনের একটি ডাকাত দল ব্যাংকটির ভিতরে ঢুকে পড়ে এবং হঠাৎ করেই ব্যাংক এলাকা থেকে ডাকচিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কিছু সময় পর র্যাব ও সেনাবাহিনীও সেখানে উপস্থিত হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ জানান, বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ডাকাতদল ব্যাংকের ভিতরে অবস্থান করছে। বাহিরে পুলিশ ও...
ব্যাংকের ‘ডাকাত’ ধরতে অভিযানে সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
ব্যাংকে একদল ডাকাত, ঘিরে রেখেছে পুলিশ
অনলাইন ডেস্ক
আজ (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে একটি শাখায় ডাকাতির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানায়।নামপ্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, ব্যাংক কর্মকর্তা ও গ্রাহক মিলিয়ে ২০ জনের মতো ভেতরে জিম্মি থাকতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকটির ভেতরে প্রবেশ করে। এর কিছুক্ষণের মধ্যে এলাকার লোকজন বিষয়টি জানাতে সক্ষম হয় এবং স্থানীয় একটি মসজিদ থেকে মাইকিং করে খবরটি ছড়িয়ে পড়ে। এরপর পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাংকটি চারপাশ থেকে ঘিরে ফেলেন। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে...
১২ মামলার আসামি সুফিয়ান স্ত্রীসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণহত্যার ১২ মামলার এজাহারভুক্ত আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা জুলাই গণহত্যার ১২টি মামলার এজাহারভুক্ত আসামি। তাদের গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে। news24bd.tv/SHS
দুই শিক্ষার্থী হত্যা: রামপুরায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে একদল শিক্ষার্থী। হত্যাকারীদের আইনের আওতায় না আনলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ এ হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অথচ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি দুই শিক্ষার্থী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদ বিন রনি বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা...