বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রেখেছে। বিইআরসি ঘোষণা দিয়েছে যে, ২০২৪ সালের প্রথম মাসে গ্রাহকদের প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে এক হাজার ৪৫৫ টাকা খরচ করতে হবে, যা ডিসেম্বর ২০২৩ এর মূল্য তালিকা অনুসারে একই থাকবে। গত নভেম্বরে এক হাজার ৪৫৬ টাকা থেকে এক টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, এবং সেই দাম জানুয়ারিতেও বহাল থাকবে। বিইআরসি জানায়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে। এছাড়া, বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ এলপিজি গ্যাসের দাম কেজিপ্রতি ১২১ টাকা ১৯ পয়সা, এবং রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা তরল গ্যাসের দাম কেজিপ্রতি ১১৭ টাকা ৩৭ পয়সা...
এলপি গ্যাসের দাম কত দিন অপরিবর্তিত থাকবে?
অনলাইন ডেস্ক
আসছে ৩-৫টি শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
চলতি জানুয়ারি মাসে শীতের অনুভূতি অনেকটা বাড়তে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বুধবার (১ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুইটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১০ জানুয়ারির কাছাকাছি...
রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাঁকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। বাংলাদেশের জনগণ তাঁকে তাঁর...
৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালো মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালো। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিচ্ছে সরকার। এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন। মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় গত বছরের জানুয়ারিতে ২ হাজার ১৬৩ প্রার্থীর নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা প্রশাসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫৯ জনকে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৪০ জনকে বাদ দিয়ে বাদ দিয়ে ২ হাজার ৬৪ জনকে নিয়োগের সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর