ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

অনলাইন ডেস্ক

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুন) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে আদালত তার ১ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

একইসাথে ১ অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিনধার্য করেন।

এর আগে গত ১৮ এপ্রিল ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলা নায়িকা পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত।

২০২২ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় বাদী নাসির উদ্দিন উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে মদ পান করেন ও এক পর্যায়ে ব্যবসায়ী নাসিরের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন।

news24bd.tv/SC