সমাবেশের ডাক দিলো বিএনপি

সমাবেশের ডাক দিলো বিএনপি

অনলাইন ডেস্ক

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের ডাক দিলো বিএনপি। আগামী শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ ডেকেছে দলটি।  

আজ বুধবার (২৬ জুন) সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এছাড়াও একই দাবিতে মহানগর ও জেলা পর্যায়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

আগামী ১ জুলাই মহানগরে এবং ৩ জুলাই জেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।  

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরও বেগবান করা হবে। এসময় দেশবাসীকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায় বিএনপি।  

এসময় তিনি দাবি করেন, যেকোনো সময় খালেদা জিয়ার জীবনহানি হতে পারে।

তিনি অত্যন্ত অসুস্থ। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে।

এর আগে সব কর্মসূচি ঠিক করতে যৌথ সভায় বসেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক