বিরল রোগে আক্রান্ত ‘বাহুবলী’ খ্যাত নায়িকা আনুশকা 

বিরল রোগে আক্রান্ত ‘বাহুবলী’ খ্যাত নায়িকা আনুশকা 

অনলাইন ডেস্ক

এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন ‘বাহুবলী’ খ্যাত নায়িকা আনুশকা শেঠি। সম্প্রতি নায়িকা নিজেই বিষয়টি জানিয়েছেন।

রোগটির নাম 'সিনড্রম অফ লাফিং ডিজিজ'। এই রোগে আক্রান্ত হলে একবার হাসি শুরু করলে নাকি হাসি থামানো যায় না।

নায়িকা জানান, 'আমি একবার হাসতে শুরু করলে আর হাসি থামাতে পারি না। টানা ১৫-২০ মিনিট হেসে যাই। অনেকের হয়তো মনে হবে হাসিটা কী আদৌ কোনও সমস্যা? হ্যাঁ, এটাই আমার সমস্যা। কখনও কোনও হাসির দৃশ্য দেখলে আমি হাসি থামাতে পারি না।

এমনও হয়েছে যে শ্যুটিং ফ্লোরে হাসির কিছু ঘটেছে আর আমি হাসতে শুরু করেছি। শেষ পর্যন্ত গড়াগড়ি খেয়েছি ফ্লোরে। আমার এই সমস্যার জন্য শ্যুটিংও থামাতে হয়েছে অনেকবার। '

দক্ষীণি সিনেমা ‘বাহুবলী’র মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী আনুশকা শেঠি। ৪২ বছর বয়সী এ নায়িকার ঝুলিতে ৪০টির বেশি ছবি আছে। তামিল ও তেলেগুসহ মালয়ালম ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

news24bd.tv/TR