ফতুল্লায় ট্রলারে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে।

ফতুল্লায় ট্রলারে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) বিকেলে এই ঘটনা ঘটে।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, ভুক্তভোগীর শরীর এমনভাবে পুড়ে গিয়েছে যে তার পরিচয় নির্ধারণ করা যায়নি।

ফায়ার সার্ভিসের আটটি দল দুপুর ১টা ৩০ মিনিটে লাগা আগুনকে বিকাল ৩টার দিকে নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের উপ সহকারী পরিচালক শাহজাহান সিকদার।

ট্রলারের একজন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

news24bd.tv/ab