সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক 

সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৭জুন) সন্ধ্যা ৭টা জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়।

ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠালে সাড়ে তিন ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় দুর্ভোগে পরে যাত্রীরা।

news24bd.tv/তৌহিদ