মরিচ-পেঁয়াজের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

মরিচ-পেঁয়াজের দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভারী বর্ষণের ফলে সরবরাহ ঘাটতির কারণে মরিচ, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সরবরাহ বাড়াতে বিভিন্ন দেশের সাথে আমদানির বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

আজ শনিবার কারওয়ান বাজারে টিসিবি ভবনে রপ্তানি ট্রফি বিতরণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বৈরি আবহাওয়ার সুযোগে কেউ যাতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি জনান, রোববার ৩২টি খাতের রপ্তানিকারকদের মাঝে রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মোট ৭৭টি পুরষ্কার দেওয়া হবে। এর মধ্যে ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ পদক।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রিতে পুরোনো ডিলারদের মধ্য থেকে যাচাই-বাছায়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

পাশাপাশি নতুন ডিলারও দেওয়া হবে।

news24bd.tv/তৌহিদ