সারা দেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে জুন মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রাজধানীর মিরপুরে কর্মসূচি উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জানান, টিসিবির পণ্য নিম্মআয়ের মানুষের জন্য সরকারের বিশেষ উদ্যোগ। এটি যাতে প্রকৃত উপকারভোগী মানুষ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আগামী অর্থ বছর থেকে ডিলারদের মাধ্যমে স্থায়ী দোকান থেকে এই পণ্য বিক্রি করবে সরকার। যাতে যখন প্রয়োজন তখন মানুষ পণ্য কিনতে পারেন। এর পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষও যাতে এই সুবিধার ভোগ করতে পারে সেই পরিকল্পনা আছে সরকারের। রাজধানীতে ৫৪০ টাকায় ৪টি পণ্য দিচ্ছে সরকার।
news24bd.tv/তৌহিদ