কৌতুক অভিনেতা দিলদারকে হারানোর ২১ বছর আজ 

এটিএম শামসুজ্জামানের সঙ্গে দিলদার (ডানে)।

কৌতুক অভিনেতা দিলদারকে হারানোর ২১ বছর আজ 

অনলাইন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন দিলদার। জনপ্রিয় এই অভিনেতাকে হারানোর ২১ বছর পূর্ণ হলো আজ (১৩ জুলাই)। মাত্র ৫৮ বছর বয়সে ২০০৩ সালের আজকের এই দিনে মারা যান তিনি।

দিলদার ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’সহ অসংখ্য সিনেমায় দক্ষ অভিনয়ের জন্য আজও ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে রেখেছেন।

১৯৭২ সালে ‘কেন এমন হয়’ নামের চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় দিলদারের। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শুধু কৌতুক অভিনেতা নয়, নায়ক হিসেবেও সবার প্রশংসা কুড়ান এই অভিনেতা।

দিলদারকে নিয়ে নির্মাণ করা হয়েছিল ‘আব্দুল্লাহ’ নামে একটি চলচ্চিত্র।

নূতনের বিপরীতে এই সিনেমায় বাজিমাত করেছিলেন তিনি। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সিনেমার গানগুলো।

২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ সিনেমায় অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। কিন্তু যে বছর তিনি সেরার স্বীকৃতি পান, সে বছরই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

দিলদার ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরের শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি পাস করার পর পড়াশোনার ইতি টানেন। তার স্ত্রীর নাম রোকেয়া বেগম। এই দম্পতির দুই মেয়ে এক ছেলে।  

news24bd.tv/TR