যুদ্ধবিরতির আলোচনা করতে অনাগ্রহী হামাস!

হামাস নেতা ঈসমাইল হানিয়া।

যুদ্ধবিরতির আলোচনা করতে অনাগ্রহী হামাস!

অনলাইন ডেস্ক

দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস।

ইসরায়েলিদের গণহত্যা এবং আলোচনার ক্ষেত্রে তাদের বিরূপ আচরণের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন হামাস। হামাসের এক জ্যেষ্ঠ নেতার বিবৃতি থেকে এটি জানা যায়।

হামাসের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেছেন, তাদের প্রধান নেতা ঈসমাইল হানিয়া আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের বলেছেন, ‘দখলদাররা আলোচনায় সিরিয়াস নয়, গণহত্যা অব্যাহত রেখেছে।

এ কারণে আমরা আলোচনা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ” টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

গতকাল শনিবার গাজার ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা দেওয়া আল-মাওয়াসি এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই হামলায় সেখানে ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।

হামাসের একজন কর্মকর্তা বলেন, ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এই হামলা উত্তেজনার গুরুতর বৃদ্ধি। এর মাধ্যমে ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয়, সেটি পরিষ্কার।

#ইমরান

news24bd.tv/DHL