যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনায় আগ্রহ ইরানের

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনায় আগ্রহ ইরানের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফের আগ্রহ প্রকাশ করেছে ইরান। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি মঙ্গলবার (১৬ জুলাই) পারমাণবিক চুক্তিতে তাদের অংশগ্রহণ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন। খবর রয়টার্সের।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

ল এরপর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত হয়ে পড়ে।

বাঘেরি কানি বলেছেন, তেহরান পারমাণবিক চুক্তিতে পারস্পরিক অংশগ্রহণ পুনরুদ্ধারের উদ্দেশ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পুনরায় শুরু করতে প্রস্তুত আছে। ’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ইরান গভীর সম্পর্ক জোরদার করতে চায়। পাশাপাশি গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বৃহত্তর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে বলেও জানিয়েছেন বাঘেরি কানি।

অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্টের অধীনে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত নয় বলে জানিয়েছে বাইডেন প্রশাসন।

news24bd.tv/DHL/এসএম